জানুয়ারিতে স্ত্রী সাশা ও তাঁর কোলজুড়ে আসবে নতুন সন্তান। সেজন্য ভারতের বিপক্ষে শেষ দুটি টেস্ট খেলতেন না এমনিতেই। তবে হয়তো নিরালায় বসে কুইন্টন ডি কক ভেবেছেন, তিনি পিতা হতে চলেছেন। এবং একজনেই তো শেষ নয়, তার আরো সন্তান চাই। সবাইকে সময় দিতে হলে কিছু তো বলিদান দিতেই হবে। তো টেস্ট জার্সিটিই কেন নয়?
‘টেস্ট ক্রিকেটার’ সত্ত্বা থেকে ‘ফ্যামিলি ম্যান’ সত্ত্বাকে প্রাধান্য দিয়ে তাই টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কুইন্টন ডি কক। মাত্র ২৯ বছর বয়সেই ক্রিকেটের কুলীনতম ফরম্যাট ছাড়ছেন এই সাউথ আফ্রিকান। তবে টেস্ট ছাড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাবেন।
BREAKING: #Proteas wicket-keeper batsman, Quinton de Kock has announced his retirement from Test cricket with immediate effect, citing his intentions to spend more time with his growing family.
Full statement: https://t.co/Tssys5FJMI pic.twitter.com/kVO8d1e0Ex
— Cricket South Africa (@OfficialCSA) December 30, 2021
“এই সিদ্ধান্তটি নেওয়া আমার জন্য সহজ ছিলোনা। আমি আমার আগামী দিনগুলো নিয়ে অনেক ভেবেছি এবং ঠিক করেছি আমার কোন বিষয়টিতে বেশি গুরুত্ত্ব দেওয়া প্রয়োজন। যেহেতু সাশা ও আমি আমাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে চলেছি। এবং আমি আমাদের পরিবার আরো বর্ধিত করতে চাই। আমার পরিবার আমার কাছে সবকিছু এবং তাদের সাথে জীবনের আনন্দময় মুহুর্তগুলো কাটানোর জন্য আমার সময় বের করতে হবে।”– আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন ডি কক।
টেস্ট ক্যারিয়ার খুব বর্ণাঢ্য না হলেও বেশ ভালোই ছিলো ডি ককের। এমনকি টেস্টে অধিনায়কত্বও করেছেন। তবে টেস্টের চেয়েও পরিবারের প্রতি ভালোবাসাটা বেশি বোধ করেন ডি কক। তাইতো এই সিদ্ধান্ত নিতে কুন্ঠাবোধ করেননি।
“আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি এবং আমার দেশের প্রতিনিধিত্ব করতে ভালোবাসি। আমি এটা করতে গিয়ে অনেক চড়াই উৎরাই পার করেছি। অনেক উল্লাস ও হতাশাও দেখেছি। তবে এখন আমি আরো কিছু খুঁজে পেয়েছি যা আমি টেস্ট ক্রিকেটের চেয়ে বেশি ভালোবাসি”
৫৪ টেস্টে ঠিক ৩৩০০ রান; ৩৯ গড়। ৬টি সেঞ্চুরির সাথে ২২টি ফিফটি। সাদা বলে ওপেন করলেও লাল বলে খেলতেন লেট মিডল অর্ডারে। সেখানে পরিস্থিতির দাবি মেটাতে অনেকসময় ব্যক্তিগত রানের কথা না ভেবে চালিয়েও খেলতে হত এবং ডি কক সেটা করতেন খুবই সুনিপুণভাবে। তাইতো টেস্ট স্ট্রাইকরেটটাও ৭০ এর ঘরে।