২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

পরের বিপিএলেও খেলবেন মাশরাফী

- Advertisement -

বিপিএলের মাঝপথেই দল ছেড়েছেন, বাকি ম্যাচগুলোতেও মাশরাফী বিন মোর্ত্তজার যে ফেরার আর কোনো সম্ভাবনা নেই তা বৃহস্পতিবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহ। সংসদ সদস্য ছিলেন আগে থেকেই, এবার সাথে যোগ হয়েছে হুইপের বাড়তি দায়িত্ব। সবমিলে বেশ ব্যস্ত সময় পার করছেন ম্যাশ।

“চান্স খুবই কম (এবারের বিপিএলে ফেরার)। সে আসলে অফিস নিয়ে খুবই ব্যস্ত”- বলছিলেন রাজিন সালেহ

তবে, মাশরাফী ভক্তদের জন্য খুশি হবার মতোই এক সংবাদ দিয়েছেন রাজিন সালেহ। এবার না ফিরলেও আগামী আসরের বিপিএলে দেখা যেতে পারে তাকে, “যেহেতু সে এখন পারবে না, হয়তো বা আগামীবছর সে আবার ভালোভাবেই কামব্যাক করবে।”

মাশরাফী দলের সাথে নেই। তবুও একাদশ নির্বাচন কিংবা কোনো বিশেষ পরিকল্পনা নিয়ে মাশরাফীর সাথে কথা হয় কি না এমন প্রশ্নের উত্তরে রাজিন বলেছেন, “মাশরাফির সঙ্গে সবসময় আমাদের কথা হয়। আমাদের টিম তৈরি করার আগে ম্যানেজমেন্ট তার সঙ্গে সবসময় কথা বলেন যে, কিভাবে টিম বানানো যায়। ওর সঙ্গে সবসময় আমরা টাচেই থাকি।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img