ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেই চোখে পড়েছিল সাকিব আল হাসানের ইনজুরি। ভক্ত-সমর্থকরা দুশ্চিন্তায় পার করেছেন দীর্ঘ সময়। ধারণা করা হচ্ছে গুরুতর নয় বিশ্বসেরা অলরাউন্ডারের চোট। তবে থাকতে হবে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে।
“সাকিব ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে আছে। রোববার তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে“
অপরদিকে, ইনজুরির কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে একাদশে ছিলেন না উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সোহান চোট পেয়েছিলেন ইংল্যান্ড ম্যাচের পূর্বেই। তবুও, তাকে নিয়েই মাঠে নেমেছিল দল। কিন্তু, ক্যারিবিয়ানদের বিপক্ষে একাদশে ছিলেন না এই উইকেটকিপার। তার বদলে উইকেটের পেছনে দেখা গেছে লিটন দাসকে।
সোহানের চোটের ব্যাপারে বলা যাচ্ছে না কিছুই। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে সিদ্ধান্ত নেয়া হবে সোমবার, “সোহান তিনদিন সম্পূর্ণ বিশ্রামেই কাঁটাবেন। ১ তারিখ তার অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে সাউথ আফ্রিকার বিপক্ষে সে খেলতে পারবে কি না”