২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

পা দিয়েই ক্যারামে হর্ষদ গোথানকারের বাজিমাত

- Advertisement -

হর্ষদ গোথানকার। ভারত ছাড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন এখন আন্তর্জাতিক গণমাধ্যমে। ২৩ বছর বয়সী এই তরুণের দুই হাতই নেই। পা দিয়েই ক্যারাম গুটিতে তীক্ষ্ণ নিশানায় বাজিমাত করেন প্রতিযোগীদের।

ইচ্ছে শক্তির কাছে, শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। হয়েছেন একজন জাতীয় ক্যারাম খেলোয়াড়। সম্প্রতি বিশ্ববাসীর নজরে এসেছেন হর্ষদ। কেনই বা নয়! ক্রিকেটের শচীন টেন্ডুলকার পর্যন্ত যে তার ভক্ত বনে গেছেন। নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন হারশাদের ক্যারাম খেলার একটি ভিডিও।

শচীন টেন্ডুলকারের এই পোস্টে অবাক হয়ে যান হর্ষদ। এত বড় তারকার এমন সমর্থনকে বড় প্রেরণা হিসেবেই মনে করছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে হর্ষদ গোথানকার জানিয়েছেন তার উচ্চ্বাসের কথা।

“আমি খুব খুশি যে এমন একজন কিংবদন্তি আমার ভিডিও শেয়ার করেছেন। বাবা থাকলে খুব খুশি হতেন। সেও শচীনের বড় ভক্ত ছিলেন। কিন্তু বছরখানেক আগেই তিনি মারা গেছেন। বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে নয়, বরং স্বাভাবিক মানুষের মতই যেন চলতে পারেন ছোট বেলা থেকে তাকে সেভাবেই বড় করেছেন বাবা“

হাত না থাকলেও পা দিয়েই সব কাজ করে নিতে পারেন তিনি। ঘরের কাজ, নিজের প্রয়োজনীয় কাজ তো বটেই সেই সাথে সাঁতার, কম্পিউটারে টাইপিং, ক্যারাম খেলা এমনকি ক্রিকেটও খেলতে পারেন আত্মবিশ্বাসী এই তরুণ। হাতে ধরে ধরে বাবাই শিখিয়েছন সব।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img