২০২১ সাল রুতুরাজ গায়কোয়াড়ের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হয়েই এসেছে যেন! আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন চেন্নাই সুপার কিংস তারকা, বিজয় হাজারে ট্রফিতেও মহারাষ্ট্রর হয়ে ছড়াচ্ছেন আলো। আগের চারটি ম্যাচের তিনটিতেই করেছেন শতক, মঙ্গলবার চান্দিগড়ের বিপক্ষে রাজকটেও তুলে নিলেন সেঞ্চুরি; খেলেছেন ১৬৮ রানের অনবদ্য ইনিংস।
১৩৬, ১৫৪*, ১২৪, ২১ এবং ১৬৮; বিজয় হাজারে ট্রফিতে গায়কোয়াড়ের শেষ ৫ ইনিংস। সর্বমোট রান ৬০৩, গড় ১৫০.৭৫। দ্বিতীয় স্থানে থাকা ভেঙ্কটেশ আইয়ারের সংগ্রহ এক ইনিংস কম খেলে ৮৭ গড়ে ৩৪৮ রান।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মহারাষ্ট্র অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। মানান ভোহরার ১৪১ রানের ইনিংসে ভর করে চান্দিগড় ইনিংস শেষ করে ৩০৯ রানে। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার যশ নাহারের সাথে ১০৯ রানের জুটি গড়েন মহারাষ্ট্র অধিনায়ক; ৩৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান যশ। রাহুল ত্রিপাঠিও এসে করতে পারেননি সুবিধা, ফিরেছেন প্রথম বলেই, শূন্য রানে। ২২ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেছেন আরোও দুইজন!
১৩১ রানেই ৪ উইকেট হারালেও রুতুরাজ গায়কোয়াড় খেলে গেছেন নিজের মতো করে, চেনা ছন্দে। আজিম কাজীকে নিয়ে গড়েছেন ১৩৯ রানের জুটি। দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। বাকি কাজটা ভালোভাবেই শেষ করেছেন আজিম, অপরাজিত ছিলেন ৭৩* রানে। দলকে এনে দিয়েছেন ৫ উইকেটের জয়।