২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

পাওয়ারপ্লেতে টাইগার বোলারদের দাপট

- Advertisement -

বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে এক মুহুর্তও দেরি করেননি সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। যুক্তরাষ্ট্রের অসম বাউন্সি উইকেটে যেখানে দলগুলো আগে ফিল্ডিং করতে চায়, সেখানে সবাইকে অবাক করে দিয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক।

মার্করামের সিদ্ধান্ত যে ভুল ছিল, তা প্রমাণ করতে ছয় বলের বেশি নেয়নি বাংলাদেশের পেসাররা। প্রথম ওভারের শেষ বলেই রিজা হেনড্রিকসকে এলবিডব্লিউ করেন তানজিম সাকিব। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে প্রোটিয়া ওপেনার।

নিজের দ্বিতীয় ওভারে আবারও সফল তানজিম সাকিব। এবার টাইগার পেসারের শিকার কুইন্টন ডি কক। প্রোটিয়া ওপেনারকে বোল্ড করেন তিনি। পরের ওভারে মার্করামকে বোল্ড করে টাইগার সমর্থকদের আনন্দে ভাসান তাসকিন আহমেদ।

শুরুতেই সাফল্য পাওয়ায় তানজিম সাকিবকে দিয়ে পাওয়ারপ্লেতে আরও একটি ওভার করান নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে এক মুহুর্তও দেরি করেননি জুনিয়র সাকিব। ট্রিস্টান স্টাবসকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৫ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img