২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

পাওয়ারপ্লেতে শরীফুল-তাসকিনের দুর্দান্ত বোলিং

- Advertisement -

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ, দুই দলের সাম্প্রতিক দ্বৈরথের কারণে সমর্থকরের মাঝে বিরাজ করে তুমুল উত্তেজনা। এত কিছু সব মাথায় রেখে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে টাইগাররা। শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে শুরুটা ভাল করেছে বাংলাদেশ।

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের লক্ষ্যটা পরিস্কার, লঙ্কানদের যতটা সম্ভব কম রানে আটকে রাখা। সেই লক্ষ্যে টাইগার অধিনায়কের প্রধান অস্ত্র শরীফুল ইসলাম প্রথম ওভারেই এনে দিয়েছেন সফলতা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে আভিষ্কা ফার্নান্দোকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন।

তাসকিন আহমেদ পাওয়ারপ্লেতে উইকেট নিতে না পারলেও সুইং দিয়ে শ্রীলঙ্কান ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন। তবে শেখ মাহেদী হাসান নতুন বলে তেমন কিছু করতে পারেননি। ১ ওভারে খরচ করেছেন ১১ রান।

প্রথম উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দিকে নজর দিয়েছিলেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। কামিন্দুকে ফিরিয়ে ৩৩ রানের জুটি ভাঙেন তাসকিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৫ রান। কুশল মেন্ডিস অপরাজিত আছেন ১৩ রানে, সাদিরা সামারাবিক্রমার সংগ্রহ অপরাজিত ৭ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img