লঙ্কাযুদ্ধে শুরুটা চমৎকারই হতে হতে হলো না টাইগারদের। দুই ওপেনার নাইম শেখ ও লিটন দাসের ব্যাটে পাওয়ারপ্লেতে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশ, তবে ষষ্ঠ ওভারের শেষ বলে লাহিরু কুমারার বলে বাংলাদেশ হারিয়েছে লিটন দাসের উইকেট।
আক্রমণের অগ্রভাগে আজ নাইম শেখই ছিলেন। ৩য় ওভারে নাইমকে টানা দুই নো বল করেন পেসার দুশমন্ত চামিরা। প্রথম বলে না পারলেও পরের বলে ফ্লিক করে চার মেরেছেন নাইম। পরের ওভারে লাহিরু কুমারাকে মিড অন দিয়ে উড়িয়ে মারেন আরো একটি বাউন্ডারি। ৫.৫ ওভারে শাফল করে সরে গিয়ে মিড অনের ওপর দিয়ে মারতে গিয়ে দাসুন শানাকার ক্যাচে পরিণত হন লিটন। ফিরে যান ১৬ রানে।
আউটের পর লাহিরু কুমারার সাথে কি কারণে যেন ছোটখাটো খন্ডপ্রলয় বেঁধে গিয়েছিলো ক্লাসি ওপেনারের, তবে আম্পায়ারের সমঝোতায় সেটা বাড়েনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪১/১। নাইম ২১ বলে ২২* করে অপরাজিত আছেন। উইকেটে এসেছেন সাকিব আল হাসান।