নিউজিল্যান্ডের সিরিজ বাতিল করে দেশে ফেরার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। তিনি এই ঘটনাকে পাকিস্তান ক্রিকেটের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন। এমনকি এই ঘটনাকে তিনি ‘পাকিস্তান ক্রিকেটের হত্যা’ বলেও আখ্যায়িত করেছেন। আজ (শুক্রবার) সিরিজ বাতিল হবার পর টুইটারে শোয়েব এই মন্তব্য করেন,
NZ just killed Pakistan cricket ??
— Shoaib Akhtar (@shoaib100mph) September 17, 2021
পরে নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ এও বলেছেন যে, নিউজিল্যান্ড ক্রিকেটের এই কান্ড পাকিস্তান ক্রিকেটে ভয়ানক নেতিবাচক প্রভাব পড়বে। কারণ এই ঘটনার পর আর কোন দলই পাকিস্তানে সিরিজ খেলতে আসতে চাবে না।
“নিউজিল্যান্ড গত চার-পাঁচদিন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া অবস্থায় ইসলামাবাদে ছিল। হঠাৎ করে গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে তারা এই সিদ্ধান্ত নিয়ে নিল। এরচেয়ে তো ভালো হত যদি তারা আগেই খেলতে আসতে মানা করে দিত। কারণ এভাবে সফরে এসে সফর বাতিল করা পাকিস্তানের নামই খারাপ করবে”- বলেছেন শোয়েব
“এসব সতর্ক সংকেত-টংকেত অহরহই ঘটে। কিন্তু পাকিস্তান বিশ্বের মাঝে একটি নিরাপদ স্বর্গ। শান্তি নিশ্চিত করার লক্ষ্যে আমাদের আইএসআই আর আইনশৃঙ্খলা বিভাগ সর্বদাই নিয়োজিত। তাদের উচিত ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা রাখা”- যোগ করেছেন শোয়েব।
ভিডিওতে নবনিযুক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার প্রতিও সহানুভুতি প্রকাশ করেন শোয়েব।
“পাকিস্তান ক্রিকেটে এখন খুব দুঃসময় চলছে। রমিজ রাজা মাত্রই পিসিবি চেয়ারম্যান হলেন আর এসেই এই অনাহুত ঘটনার মুখোমুখি তাঁকে হতে হল। আমি পিসিবি ও তাঁর প্রতি সমবেদনা জানাই। পাকিস্তান ক্রিকেটের ঘোর দুঃসময় আমি দেখতে পাচ্ছি”- বলেছেন শোয়েব।
শুক্রবার (আজ) প্রথম ওয়ানডে শুরুর আগে রাওয়ালপিন্ডিতে গোয়েন্দাসংস্থা মারফত একটি নিরাপত্তা-ঝুঁকির ইঙ্গিত পেয়ে নিউজিল্যান্ড সিরিজ বাতিল করে দেশে ফিরে যায়। এই ঘটনায় এইমুহূর্তে ক্ষোভে ফুঁসছে গোটা পাকিস্তান ক্রিকেট পরিমন্ডল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সাবেক ও বর্তমান খেলোয়ারেড়া জানিয়েছেন প্রতিক্রিয়া। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইসিসি পর্যন্ত যাওয়ার হুমকি দিয়ে রেখেছেন।