আগামীকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। তার আগে ব্যাটিং অর্ডার নিয়ে বেশ বিপাকেই পড়েছে তারা। পাকিস্তানের সবশেষ ম্যাচে সাইম আইয়ুবকে বসিয়ে ওপেনিং করেছে বাবর আজম-মোহাম্মদ জুটি। দলে থাকা উসমান খান-ফখর জামানের ব্যাটিং পজিশন এখনো নির্দিষ্ট নয়। তবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার আগে বাবর জানিয়েছেন, পাকিস্তান দলে নির্দিষ্ট কোনো ব্যাটিংক্রমই নেই। দলের প্রয়োজনে যেকোন সময় হতে পারে পরিবর্তন।
বাবর বলেন, “কারও ব্যাটিংক্রম নির্দিষ্ট নয়, পরিস্থিতি অনুযায়ী এটা পরিবর্তন হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে, সাইম আইয়ুব প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ও ম্যাচ বদলে দেওয়ার মতো খেলোয়াড়, তবে এখনো ছন্দে ফেরার মতো ইনিংস খেলতে পারেনি। দলের জন্য যেটা ভালো সে অনুযায়ী পরিকল্পনা করব আমরা”
পাকিস্তানের সবসময়ের জন্যই ভরসার জায়গা তাদের পেস আক্রমণ। এবারও বেশ শক্তিশালী পেস বোলিং ইউনিট নিয়ে বিশ্বকাপে গেছে তারা। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও অবসর কাটিয়ে দলে ফেরা মোহাম্মদ আমিরকে নিয়ে গড়া পাকিস্তানের পেস বোলিং লাইন আপ বিশ্বের অন্যতম সেরা বললেও ভুল হবে না।
নিজেদের দিনে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন আমির-শাহিন-নাসিমরা। বাবরও তাই পেস বোলারদের উপর রাখছেন আস্থা। তিনি বলেন, “পেস ইউনিটের প্রতি আমার অনেক ভরসা আছে। কন্ডিশনও ফাস্ট বোলারদের পক্ষে। আগের ভুলগুলোর পুনরাবৃত্তি না করার চেষ্টা করব। সিনিয়র খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে, দায়িত্ব নিতে হবে। ভালো প্রস্তুতি নিয়ে ডালাসে এসেছি”
সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর শ্রীলঙ্কা দল ম্যাচের সূচি, মাঠ থেকে হোটেল, মাঠ থেকে হোটেলের দূরত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে এসব নিয়ে ভাবছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর। এসবকিছু বোর্ডের বিষয় বলে মনে করেন তিনি। বাবর মনোযোগ দিতে চান খেলায়।