১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। শান মাসুদ-বাবর আজমদের বিপক্ষে লাল বলের সিরিজ খেলার উদ্দেশে সোমবার দেশ ছেড়েছে নাজমুল হোসেন শান্ত-তাসকিন আহমেদরা।

আগামী ২১ আগস্ট প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৩০ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও সবশেষ ম্যাচ।

দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি কোচদের অধীনে প্রস্তুতি নিতে পারেনি লিটন কুমার দাশরা। মিরপুর শের-ই-বাংলায় করেছেন একা একা অনুশীলন। বিদেশি কোচিং স্টাফরা বাংলাদেশে থাকলেও নিরাপত্তার কারণে হোটেল থেকে বের হননি।

মিরপুরে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন শান্ত-সাদমানরা

আগামী ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে টাইগারদের পাকিস্তানে অনুশীলন করার প্রস্তাব দেয় পিসিবি। যেটি লুফে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার এগিয়ে ১২ আগস্ট পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল।

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ নিয়ে ব্যস্ত থাকায় সাকিব সরাসরি পাকিস্তানে দলের সাথে যোগ দেবেন। যদিও তার সঙ্গে একই দলে খেলা শরীফুল দেশে এসে তারপর পাকিস্তানে যাচ্ছেন। এছাড়াও টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ

বর্তমানে পাকিস্তান সফরে আছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে আগে থেকেই আছেন মুমিনুল হক-মুশফিকুর রহিমের মতো টেস্ট দলের ক্রিকেটাররা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img