বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টে চার পেসার নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। তবে একাদশে নেই কোনো স্বীকৃত স্পিনার। এতেই চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল।
পাকিস্তানের টেস্ট স্কোয়াডে থাকলেও প্রস্তুতি নিতে পাকিস্তান ‘এ’ দলে পাঠিয়ে দেওয়া হয়েছে আবরার আহমেদকে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে পাকিস্তান শাহিনস। ঐ দলের হয়ে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হচ্ছেন আবরার।
২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সবশেষ স্বীকৃত স্পিনার ছাড়া মাঠে নেমেছিল পাকিস্তান। যদিও বাংলাদেশের বিপক্ষে স্পিন বিভাগের দায়িত্বটা সামলাবেন অলরাউন্ডার সালমান আলী আগা। তাতেও সন্তুষ্ট নন আকমল।
সাবেক এ উইকেট কিপার ব্যাটার বলেন, “জেসন গিলেস্পিকে (পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ) নিয়ে আমরা অস্ট্রেলিয়ান মানসিকতার কথা বলছি। অস্ট্রেলিয়া কি নাথান লায়নকে ছাড়া খেলতে পারে? ভারত কি অশ্বিন বা রবীন্দ্র জাদেজাকে ছাড়া খেলবে? না, তারা সেটা করবে না। আপনার আবরার আছে কিন্তু আপনি তার আত্মবিশ্বাসটাই শেষ করে দিলেন”
এতটুকুতেই থামেননি আকমল, ব্যক্তিগত পছন্দের কারণে আবরারের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল বলে মনে করেন পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার। সেই সাথে তার ধারণা, না খেলানোয় শুধু আবরারের ক্ষতিই হয়নি, পাকিস্তানেরও ক্ষতি হয়েছে।
“ব্যক্তিগত পছন্দ আর অপছন্দের কারণে ছেলেটা (আবরার) ধ্বংস হয়ে গেল। তার ফিটনেস আর মাঠের বাইরের সমস্যা তুলে ধরা হয়েছে। এসব কারণে আপনারা ছেলেটাকে নষ্ট করলেন এবং পাকিস্তানের ক্ষতিও করলেন”– আকমল
আগামীকাল (২১ আগস্ট) প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।