২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

পারটেক্সকে হারিয়ে টেবিলের দুইয়ে প্রাইম ধলেশ্বর

- Advertisement -

ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের খেলায় মিরপুরে খর্ব শক্তির পারটেক্সকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ধলেশ্বর। এ জয়ে আবাহনীকে পিছনে ফেলে টেবিলের দুইয়ে উঠে এসেছে ফরহাদ রেজার দল। গতবার প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে ওঠা পারটেক্সের এটা টানা আট নম্বর হার।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধলেশ্বর বোলারদের তোপের মুখে পড়ে পারটেক্স ব্যাটসম্যানরা। পারটেক্স দূর্গে প্রথম আঘাতটা আসে তরুণ শামীম পাটোয়ারির হাত ধরেই। দলীয় সাত রানে প্রথম উইকেট হারানো পারটেক্স এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। হাসানুজ্জামান ছাড়া পারটেক্সের আর কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ২৯ বলে ৪৪ রান করে হাসানুজ্জামান ফিরলে দলীয় স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭০। শেষদিকে মঈন খানের ২৩ বলে ৩৩ রানের ইনিংস পারটেক্সকে ১৩৪ রানের সম্মানজনক স্কোর এনে দেয়। বল হাতে ধলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা ৪ ওভারে ১৮ দিয়ে তুলে নেন ২ উইকেট।

১৩৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে প্রাইম ধলেশ্বর। দলীয় ১ রানেই দুই ওপেনারই ড্রেসিংরুমের পথ ধরেন। এরপর সাইফ হাসান ও ফজলে মাহমুদ রাব্বি গড়েন ৭১ রানের জুটি। দলীয় ৭২ রানে সাইফ ফিরে গেলেও জয়ের ভিত গড়ে দেন রাব্বি। শেষদিকে মার্শাল আইয়ুবের ১৬ ও শামীম পাটোয়ারির অপরাজিত ১৪ রানে চার বল হাতে রেখে জয় পায় প্রাইম ধলেশ্বর। সাতান্ন বলে ৭১ রান করে ম্যাচ সেরার পুরস্কার উঠে ফজলে মাহমুদের হাতে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img