৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

পারলেন না সাকিব, ফলোঅনে বাংলাদেশ

- Advertisement -

ফলোঅন এড়াতে প্রয়োজন ছিল ২৫ রান, একমাত্র ভরসা হয়ে পিচে সাকিব আল হাসান। কিন্তু, বিশ্বসেরা অলরাউন্ডার পারলেন না ফলোঅন থেকে বাংলাদেশকে বাঁচাতে। পঞ্চম দিনে বাংলাদেশের সংগ্রহ মোটেই ১১। আর, সব রানই এসেছে সাকিবের ব্যাট থেকেই।

আলোকস্বল্পতা নেই, প্রথম ওভারেই তাই বল হাতে শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তান পেসারকে বেশ দেখেশুনেই খেললেন সাকিব আল হাসান, কোনো রান নিলেন না দিনের প্রথম ওভারেই। দ্বিতীয় ওভারে ছয় উইকেট নেওয়া সাজিদ খান, প্রথম বল থেকেই পিচ থেকে আদায় করে নিলেন টার্ন। আর তাতেই বিপদে বাংলাদেশ। তাইজুল ইসলামকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললেন সাজিদ, পরের ওভারেই খালেদ আহমেদকে দুর্দান্ত রিভার্স সুইংয়ে বোল্ড করলেন শাহীন।

এক রান তুলতেই দুই উইকেটের পতন! ইনিংসের সমাপ্তি তখন সময়ের ব্যাপার মাত্র। ইবাদতকে নিয়ে তবুও প্রতিরোধ গড়ার চেষ্টাই করে গেছেন সাকিব, কাজে লাগানোর চেষ্টা করেছেন নিজের অভিজ্ঞতাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি, ফলোঅন এড়াতে ১৪ রান পেছনে থেকেই অলআউট বাংলাদেশ। সাজিদ খান তুলে নিয়েছেন আট উইকেট, সাকিবের সংগ্রহ ৩৩।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img