১২ মার্চ ২০২৫, বুধবার

পিএসএল খেলতে পারবে না প্রোটিয়ারা   

- Advertisement -

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড়কে ছাড়পত্র (এনওসি) দেয়নি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। জাতীয় দলের আসন্ন সিরিজ এবং দেশের ঘরোয়া লিগগুলোকে অগ্রাধিকার দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএ) ‘ডিরেক্টর অব ক্রিকেট’ গ্রায়েম স্মিথ।  

এটা সত্য যে, প্রোটিয়া দলের চুক্তিবদ্ধ সদস্যদের পিএসএলের জন্য এনওসি দেয়া হয়নি। আমাদের আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচগুলোকে সবসময় অগ্রাধিকার দেওয়া উচিত”ইএসপিএন ক্রিকইনফোকে বলছিলেন স্মিথ

নিউজিল্যান্ডে আমাদের একটি অ্যাওয়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে একটি হোম সিরিজ আছে।  আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে”- আরও যোগ করেন 

অবশ্য, জাতীয় দল এবং ঘরোয়া লিগের খেলা না থাকলে পরবর্তীতে যেকোনো টুর্নামেন্টেই ক্রিকেটাররা অংশ নিতে পারবে বলেই জানিয়েছেন গ্রায়েম স্মিথ, যদি অন্যান্য আন্তর্জাতিক টিটোয়েন্টি টুর্নামেন্টে সুযোগ আসে এবং টুর্নামেন্টের সময়সূচী আমাদের খেলার সাথে সংঘর্ষিত না হয়, তাহলে সিএসএ আনন্দের সাথে এনওসি অনুমোদন করবে। যেমনটা আমরা অতীতেও সবসময় করে এসেছি।”      

ফলে, ড্রাফটে প্রাথমিকভাবে তালিকাভুক্ত ডেভিড মিলার, কুইন্টন ডি কক, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেনের আর পিএসএল খেলা হচ্ছে না। তবে, তিন প্রোটিয়া ক্রিকেটার মার্চেন্ট ডি ল্যাঙ্গ, ইমরান তাহির এবং রাইলি রুশো বোর্ডের সাথে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ না হওয়ায় তাঁদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।     

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img