১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

পুরানের ৭ ছক্কায় সাউথ আফ্রিকাকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

- Advertisement -

সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন নিকোলাস পুরান।

ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৭৪ রান সংগ্রহ করে সাউথ আফ্রিকা। ঘরের মাঠে সেটি ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে গেছে ১৩ বল হাতে থাকতেই। ব্রায়ান লারা স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড এটি। ২৬ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক পুরান।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সাউথ আফ্রিকা ১৭৪ রানের সংগ্রহ পায় মূলত ট্রিস্টান স্টাবস ও প্যাট্রিক ক্রুগারের কল্যাণে। ৪৭২ বলে ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেন স্টাবস। ফিফটির দিকে ছুটছিলেন প্যাট্রিক। তবে অর্ধশতক থেকে ৬ রান দূরে থেমেছেন তিনি। ৩২ বলে ৪৪ রানের ইনিংসটিতে ৪ বাউন্ডারির পাশাপাশি ২টি ছক্কা মেরেছেন প্যাট্রিক।

এইডেন মার্করাম-রিজা হেনড্রিকসরা তেমন কিছুই করতে পারেনি। রায়ান রিকেলটন-রেসি ফন ডার ডুসেনও ছিলেন এদিন ব্যর্থ।

রান তাড়ায় দুর্দান্ত শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম উইকেট জুটিতে ৮ ওভারে ৮৪ রান তোলেন শাহ হোপ ও অ্যালিক অ্যাথানেজ। ৩০ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪০ রান করা অ্যাথানেজকে ফিরিয়ে সাউথ আফ্রিকাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন ওটনেল বার্টম্যান।

অ্যাথানেজ না পারলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন হোপ। ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করেন ডানহাতি এ ব্যাটার। এরপর অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি তিনি। বার্টম্যানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩৬ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কার সাহায্যে করেন ৫১ রান।

তিনে নেমে সাউথ আফ্রিকার বোলারদের উপর তান্ডব চালান পুরান। ২৬ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংসটিতে মাত্র ২টি বাউন্ডারি মেরেছেন তিনি, ছক্কা ৭টি। রোভম্যান পাওয়েল আউট হলেও দলকে বিপদে পড়তে দেননি পুরান। দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img