নামের পাশে এতো এতো সাফল্য, অথচ শেষটা হলো একদমই নীরবে। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি জমালেন ফুটবলের রাজা। বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স।
দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন ফুটবলের কালো মানিক খ্যাত তারকা। নভেম্বর মাসের শেষদিন থেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা চলছিল তার। ফুটবল বিশ্বকাপ চলাকালীন গণমাধ্যমে খবর আসে, পেলের অবস্থা গুরুতর। তাকে রাখা হয়েছিল বিশেষ তত্ত্বাবধানে। মৃত্যুর পর পেলের মেয়ে ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, “আমরা যা কিছু হয়েছি, সেটা তোমার জন্য। তোমায় অপরিসীম ভালোবাসি। শান্তিতে ঘুমাও”।
Brazil legend Pelé has died at the age of 82.
The original GOAT. A trailblazer. One of the finest players to ever lace up.
He will be missed by millions. pic.twitter.com/sZiiLLmCYF
— ESPN FC (@ESPNFC) December 29, 2022
ক্যারিয়ারে হাজারের বেশী গোল। কতো কতো ম্যাচ জিতিয়েছেন, জিতেছেন। তিনটা বিশ্বকাপ; অনেকের মতে তিনিই সর্বকালের সেরা….পৃথিবীতে সেই পেলেই এখন অতীত। হারিয়ে যাওয়া তাঁরা।