গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে হাসেনি সাকিব আল হাসানের ব্যাট। তবে বোলিংয়ে বরাবরের মতোই ছিলেন উজ্জ্বল। সাকিবের মতো একজন জেনুইন অলরাউন্ডার শুধুমাত্র এক বিভাগে ভালো করলে নিজেরই ভালো লাগার কথা নয়। ঠিক একইভাবে প্রথম দুই ম্যাচে রান করতে না পেরে হতাশ ছিলেন সাকিব। অবশেষে তৃতীয় ম্যাচে এসে রানের দেখা পেয়েছেন টাইগার অলরাউন্ডার।
টরেন্টো ন্যাশনালের বিপক্ষে ব্যাট হাতে ১৫ বলে ৩ ছক্কায় ২৪ রান করার পাশাপাশি বোলিংয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। তার দল বাংলা টাইগার্স শেষ ওভারের রোমাঞ্চে জিতেছে ২ রানের ব্যবধানে। ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সাকিব।
তিনি বলেন, “প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে অবদান রাখতে পারছিলাম না, স্বাভাবিকভাবেই তাই হতাশ ছিলাম। আজকে একটু অবদান রাখতে পেরেছি ভালো লেগেছে। চেষ্টা করবো এটাকে যেন সামনের দিকে ধরে রাখতে পারি”
শেষ দুই ওভারে টরোন্টোর জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। ১৯তম ওভারে আক্রমণে এসে ৫৪ বলে ৭৭ রান করা নিকোলাস কিরটনকে প্যাভিলিয়নে ফেরান সাকিব। কিরটনকে ফেরানো ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল কি না এমন প্রশ্নের জবাবে বাংলা টাইগার্স অধিনায়ক বলেন, “টার্নিং পয়েন্ট না, আমার কাছে মনে হয় আমরা পুরো ম্যাচেই ভাল খেলেছি। আমার ধারণা আজকের পিচটাও অন্যান্য দিনের চেয়ে ভাল ছিল”
সাকিবের অলরাউন্ডার পারফর্ম্যান্সের দিনে খুব একটা সুবিধা করতে পারেননি শরীফুল ইসলাম। প্রথম দুই ম্যাচে চার ওভারে ১৬ ও ১২ রান দেওয়া টাইগার পেসার টরেন্টোর বিপক্ষে খরচ করেছেন ৩১ রান।