১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

প্রথম শ্রেনী ক্রিকেটের বন্ধ দুয়ার খুলছে

- Advertisement -

প্রথম শ্রেনী ক্রিকেটের বন্ধ দুয়ার খুলছে, মিরপুরে ক্রিকেটারদের আনাগোনা বাড়ছে। মার্চে জাতীয় লিগের বাইশতম এডিশান। মঙ্গলবার শুরু হয়েছে তিন দিনের ফিটনেস পরীক্ষা। বিপ টেস্ট ছাড়িয়ে, প্রথমবার ঘরোয়া ক্রিকেটাররা সামর্থ্যের জানান দিলেন ইয়ো ইয়ো টেস্টে। পুরো কার্যক্রম তদারকি করেছেন জাতীয় দলের ট্রেইনার নিক লি।

 

ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিয়েছেন,একসাথে মিশেছেন, তবে কারোই করা হয়নি করোনা পরীক্ষা। কোভিডে ভেস্তে গেছে দুই হাজার বিশের এনসিএল। সবশেষে দুই হাজার উনিশের চ্যাম্পিয়ন খুলনা। সোহানের দল রেকর্ড সাত বারের চ্যাম্পিয়ন। এবারো ফেভারিট দক্ষিনের বিভাগটা। জাতীয় লিগে দুই টায়ারে লড়াই করে আট দল। প্রথম স্তরে খুলনা,ঢাকা,রংপুরের সাথে সিলেট বিভাগ। সেকেন্ড টায়ারে ঐ লক্ষ্যে ছুটবে বরিশাল,চট্টগ্রাম,রাজশাহীর সাথে ঢাকা মেট্রো।

 

কদিন আগেই খেলা ছেড়ে নির্বাচকের দায়িত্ব নিয়েছেন আব্দুর রাজ্জাক। একত্রিশ উইকেট কেড়ে গেলো জাতীয় লিগের সেরা উইকেট শিকারিও ছিলেন তিনি, এবার মাঠে মাঠে ঘুরে খেলোয়াড়দের পারফর্মেন্স মূল্যায়ন করবেন। নিউজিল্যান্ড সফরে থাকায় তামিম,রিয়াদ,মুশফিক সহ জাতীয় দলের অনেক ক্রিকেটারকে দেখা যাবে না এবারের লিগে। তবে টেস্ট অধিনায়ক মুমিনুলের জন্য দারুন সুযোগ, লংকায় টেস্ট সিরিজের আগে এনসিএলে হাত পাকিয়ে নিবেন তিনি।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img