সাউথ আমেরিকার প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ৮০ গোল করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে থাকা তর্কসাপেক্ষে ফুটবল ইতিহাসেরই সেরা খেলোয়াড় পেলের গোলসংখ্যা ৭৭টি। ২০০৫ সালে অভিষেক হওয়ার পর ৮০টি গোল করতে আর্জেন্টিনার হয়ে মেসিকে মাঠে নামতে হয়েছে ১৫৫ বার। সেরা পাঁচে থাকা বাকি তিন খেলোয়াড় হলেন মেসির পিএসজি সতীর্থ নেইমার, উরুগুয়াইন তারকা লুইস সুয়ারেজ এবং ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় রোনালদো।
Lionel Messi is everywhere.
Lionel Messi can do anything.
?????, ????? ?????????. pic.twitter.com/I1KQxvKs9D
— Goal (@goal) October 11, 2021
লিওনেল মেসির ৮০টি গোলের ৭৪টিই এসেছে জাদুকরী বাঁ পায়ে; ডান পা থেকে ৪টি, হেড করে ২টি। অবাক করা ব্যাপার হলো, ম্যাচের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে মেসির গোলসংখ্যা সমান ৪০টি করে। বিপক্ষ দলের ডি-বক্সের ভেতর থেকে ৬১টি গোল করা আর্জেন্টাইন তারকা বক্সের বাইরে থেকে করেছেন ১৯টি গোল। পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে পেনাল্টি থেকে ১৮টি গোল করেছেন বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়া মেসি; ফ্রি-কিক থেকে করেছেন ৮টি গোল।
সাউথ আমেরিকার সেরা দশ গোলদাতার তালিকা:
১। লিওনেল মেসি
দেশ- আর্জেন্টিনা
গোল সংখ্যা- ৮০
ম্যাচ সংখ্যা- ১৫৫
সময়কাল- ২০০৫-বর্তমান
২। পেলে
দেশ- ব্রাজিল
গোল সংখ্যা- ৭৭
ম্যাচ সংখ্যা- ৯২
সময়কাল- ১৯৫৭-১৯৭১
৩। নেইমার
দেশ- ব্রাজিল
গোল সংখ্যা- ৬৯
ম্যাচ সংখ্যা- ১১৩
সময়কাল- ২০১০-বর্তমান
৪। লুইস সুয়ারেজ
দেশ- উরুগুয়ে
গোল সংখ্যা- ৬৪
ম্যাচ সংখ্যা- ১২৩
সময়কাল- ২০০৭-বর্তমান
৫। রোনালদো
দেশ- ব্রাজিল
গোল সংখ্যা- ৬২
ম্যাচ সংখ্যা- ৯৮
সময়কাল-১৯৯৪-২০১১
৬। রোমারিও
দেশ- ব্রাজিল
গোল সংখ্যা- ৫৫
ম্যাচ সংখ্যা- ৭০
সময়কাল- ১৯৮৭-২০০৫
৭। গ্যাব্রিয়েল বাতিস্তুতা
দেশ- আর্জেন্টিনা
গোল সংখ্যা- ৫৪
ম্যাচ সংখ্যা- ৭৭
সময়কাল- ১৯৯১-২০০২
৮। এডিনসন কাভানি
দেশ- উরুগুয়ে
গোল সংখ্যা- ৫৩
ম্যাচ সংখ্যা- ১২৩
সময়কাল- ২০০৮-বর্তমান
৯। জিকো
দেশ- ব্রাজিল
গোল সংখ্যা- ৪৮
ম্যাচ সংখ্যা- ৭১
সময়কাল- ১৯৭৬-১৯৮৬
১০। সার্জিও আগুয়েরো
দেশ- আর্জেন্টিনা
গোল সংখ্যা- ৪১
ম্যাচ সংখ্যা- ১০১
সময়কাল- ২০০৬-বর্তমান