২৪ আগস্ট বাংলাদেশে পা রাখার পর তিনদিনের কোয়ারেন্টিন শেষে শুক্রবার প্রথম অনুশীলনে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড দল। প্রথমদিনের অনুশীলনে ফুরফুরে মেজাজেই ঘাম ঝড়িয়েছে কিউইরা। ওয়ার্ম আপের পর এদিন নেটে পেস স্পিন দুটিই সামলেছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
মিরপুরে ঢুকে সবার আগে উইকেট দেখতে দৌড়িয়েছে নিউজিল্যান্ডের কোচ এবং ক্রিকেটাররা। মিরপুরের কালো মাটির উইকেটের রহস্যভেদ করার চেষ্টা চালিয়েই কিউইরা গেছে ওয়ার্ম আপে। বেশ হালকা মেজাজেই রাগবি আর ফুটবল খেলে সময় পার করেছে ব্ল্যাকক্যাপস ক্রিকেটাররা।
দ্রুতই অবশ্য পুরো দল ছুটেছে একাডেমি মাঠে নেট প্র্যাকটিসে। নেটে শুধু স্পিনে প্রাধান্য না দিয়ে পেস বলও খেলেছে ব্যাটসম্যানরা। অস্টড়েলিয়া সিরিজে শরিফুল এবং মুস্তাফিজের বোলিং তান্ডব দেখেই হয়তো শুধু স্পিন সামলানোর চ্যালেঞ্জের ধারনা থেকে বেরিয়ে এসেছে নিউজিল্যান্ড।
শুক্রবারের পর শনিবারেও অনুষীলন করবে নিউজিল্যান্ড দল। সফরে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই পয়লা সেপ্টেম্বর মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে নিউজিল্যান্ড।