১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

প্রস্তুতি ম্যাচে উইন্ডিজদের প্রস্তুতি ভালোই হলো!

- Advertisement -

দুই ইনিংসেই আড়াইশো’র উপর রান। দ্বিতীয় ইনিংসের রান ৩০০ ছুঁই। বিসিবি একাদশের লক্ষ্য ৩৮৯ রানের। শেষ দিন উইন্ডিজিরা দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৯১ রানে। বলা যায় টেস্টের আগে ক্যারিবিয়ান ব্যাটস্যামনরা নিজেদেরকে ভালোই ঝালিয়ে নিলেন।

৫ উইকেটে ১৭৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারিরা। আগের দিনের সাথে কোন রান যোগ না করেই আউট হন বনার। তাকে ৮০ রানে ফিরান টেস্টের চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পাওয়া পেসার খালেদ আহমেদ। ৭ রানের ব্যবধানে রাকিম কর্নওয়ালকে তুলে নেন মুকিদুল ইসলাম। উইন্ডিজদের রান তখন ৭ উইকেটে ১৯০। তবে রেইফারকে নিয়ে চমৎকার জুটি গড়ে জশুয়া দ্য সিলভা। চার রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি জশুয়া। এই জুটি বিচ্ছিন্ন হয় উইন্ডিজেদর ২৭২ রানে।

পরের দুই উইকেট তারা হারিয়েছে স্কোর বোর্ড ২০ রান জমা হওয়ার আগেই। শেষ পর্যন্ত ৪৯ রানে অপরাজিত ছিলেন রেইফার। চার উইকেট নেন মুকিদুল ইসলাম ও তিন উইকেট নিয়েছেন খালেদ আহেমদ। দুই ইনিংস মিলে এই পেসারের ৬ উইকেট। বিসিবি একাদশ প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট হয়েছিল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img