দীর্ঘ বিরতির পর মাঠের ক্রিকেটের আবহে ফিরছে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। প্রতিপক্ষ সাউথ আফ্রিকা ইমার্জিং দল, প্রোটিয়া মেয়েরা বাংলার মাটিতে পা রাখবে মার্চ মাসের শেষনাগাদ। সফরে তারা খেলবে ৫টি একদিনের ম্যাচ।
সোমবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ চলকালীন তিনবার হবে করোনা পরীক্ষা, বাংলাদেশে পৌঁছে সফরকারীরা থাকবে তিন দিনের কোয়ারেন্টিনে।
সিরিজের পাঁচটা ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ- সাউথ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম ওয়ানডে আগামী ৪ এপ্রিল, ১৩ই এপিল শেষ ওয়ানডে দিয়ে শেষ হবে মাঠের লড়াই।
প্রোটিয়া মেয়েরা দেশ ছাড়বে ১৪ই এপ্রিল।