২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ফিরেই খোয়াজার শতক!

- Advertisement -

সেঞ্চুরি করে ব্যাট উঁচাচ্ছেন তিনি, গ্যালারিতে তার স্ত্রী কন্যাসন্তানকে দেখাচ্ছেন, ‘ঐ দেখো তোমার বাবা কি করেছে!”

কন্যা আইশার এখনো ক্রিকেট বোঝার বয়স হয়নি, নাহলে বুঝতো তার বাবা উসমান খোয়াজা কি করেছেন। প্রায় আড়াই বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেই করেছেন সেঞ্চুরি। তার ১৩৭ রানের ইনিংসের কল্যাণে অ্যাশেজের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৪১৬ রান তুলে ইনিংস ডিক্লিয়ার করেছে অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ড কোন উইকেট না হারিয়ে ১৩ রান করে দিন শেষ করেছে (যার ৯ রানই আবার অস্ট্রেলিয়ার বোলাররা দিয়েছে অতিরিক্ত!)। ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড নিয়েছেন ৫ উইকেট।

সিডনি টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও বৃষ্টিবিঘ্নিত হয়েছে বারবার। ৩ উইকেটে ১২৬ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া দিনের প্রথম উইকেট হিসেবে হারায় স্টিভ স্মিথকে। এর আগে ১১৫ রানের জুটি গড়েন স্মিথ ও খোয়াজা; স্মিথ করেন ৬৭ রান, হন ব্রডের তৃতীয় শিকার। এরপর দ্রুত আরো দুটি উইকেট হারায় অজিরা। ব্রড তুলে নেন ক্যামেরন গ্রিনকে, অ্যালেক্স ক্যারি আউট হন পার্টটাইমার জো রুটের বলে। তবে খাওয়াজা ছিলেন অটল। ২০১ বলে তুলেছেন শতক, ২৬০ বল টিকে ১৩৭ রানের ইনিংস খেলেছেন তাঁর ঘরের মাঠ এসসিজিতে, মেরেছেন ১৩টি বাউন্ডারি। তাঁকে বোল্ড করেই ৫ উইকেট পূর্ণ করেছেন ব্রড। এরপর আর কিছুক্ষণ ব্যাট করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

স্কোরঃ

দ্বিতীয় দিন শেষে

অস্ট্রেলিয়া ১ম ইনিংস- ৪১৬/৮ (খাওয়াজা ১৩৭, স্মিথ ৬৭; ব্রড ৫/১০১)

ইংল্যান্ড ১ম ইনিংস- ১৩/০ (হামিদ ২, ক্রলি ২)

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img