৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

বল হাতে লিটন, পেলেন না উইকেটের দেখা

- Advertisement -

ব্যাট হাতে বিশ্বকাপটা খুবেকটা ভালো যায়নি লিটন দাসের। বাংলাদেশে এসেই নিজের ফর্ম ফিরে পেতে যোগ দিয়েছেন জাতীয় লিগে, রংপুর বিভাগ দলে। সেখানেও হাসেনি লিটনের ব্যাট, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে করেছেন ৪৭ বলে ২৪ রান। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বলেই হয়তো বল তুলে নিলেন হাতে। করেছেন তিন ওভার, ১৪ রান খরচে পাননি কোনো উইকেটের দেখা।

২৪ রানেই ফিরেছেন প্যাভিলিয়নে

সাভারে রংপুর এবং ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচ তখন নিশ্চিত ড্রয়ের পথে; অধিনায়ক আকবর আলী বল তুলে দিলেন লিটন দাসের হাতে। অফস্পিনার লিটনের প্রথম বলে ব্যাটিং প্রান্তে মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথম বলেই স্কয়ার লেগে ঠেলে দিয়ে নিলেন ১ রান। এরপর লিটনের টানা তিন বলে কোনো রান তুলতে পারলেন না অর্ধশতক থেকে ২ রান দূরে থাকা আব্দুল মজিদ।

বিশ্বকাপে হাসেনি লিটনের ব্যাট

প্রথম ওভার ভালো হয়েছে বলেই হয়তো দ্বিতীয় ওভার বল করতে এসেছেন লিটন, তবে এবার দিয়েছেন ৫টি সিঙ্গেল। নিজের তৃতীয় ওভারে বল করতে এসে দিয়েছেন সাত রান; চতুর্থ বলে লং অনের ওপর দিয়ে লিটনকে বিশাল ছক্কা মেরেছেন অঙ্কন। এরপর আর বোলিংয়ে আসেননি বাংলাদেশ দলের উইকেটকিপার এই ব্যাটসম্যান। অবশ্য কয়েক ওভার পরেই ম্যাচ ড্র ঘোষণা করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img