বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আগমন হতে চলেছে আরো একজন প্রবাসী ফুটবলারের। তাঁর নাম রাহবার ওয়াহেদ খান। কিরগিজস্তানে অনুষ্ঠিত তিন জাতি টুর্নামেন্টকে সামনে রেখে কানাডিয়ান আধা-পেশাদার লিগে খেলা এই ফুটবলারকে দলে ডাকতে যাচ্ছেন কোচ জেমি ডে।
সাফের প্রস্তুতি হিসেবে কিরগিজস্তান ও ফিলিস্তিনের বিপক্ষে কিরগিজস্তানে একটি “তিন জাতি টুর্নামেন্ট” খেলবে বাংলাদেশ। বাংলাদেশের চুড়ান্ত দল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে বাফুফের অফিশিয়াল একটি চিঠি। নর্থ টরন্টো নিট্রোস নামের কানাডার তৃতীয় বিভাগের আধা পেশাদার একটি ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টর বরাবর চিঠি লিখেছেন বাফুফের জেনারেল সেক্রেটারী মোঃ আবু নাইম সোহাগ। চিঠির বিষয় “বাংলাদেশ জাতীয় দলের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত রাহবার ওয়াহেদ খানকে ছেড়ে দেবার আবেদন”। নিজের ইন্সটাগ্রাম একাউন্ট থেকে সেই চিঠি শেয়ার করেছেন রাহবার ওয়াহেদ খান নিজেই। যা এখন ভেসে বেড়াচ্ছে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ওয়াহেদের বেড়ে ওঠা ঢাকায়। কানাডায় তিনি পাড়ি জমিয়েছিলেন পড়াশুনার উদ্দেশ্যে। নর্থ টরন্টো নিট্রোস ক্লাবে তিনি খেলেন সেন্ট্রাল মিডফিল্ডার অথবা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বল নিয়ে কারিকুরির ভিডিও, ছবি ইত্যাদি আলোচনায় চলে এসেছে। সমর্থকরা তাঁকে নিয়ে প্রত্যাশার মালা গাঁথতেও শুরু করেছেন।
বাফুফের চিঠিতে রাহবার ওয়াহেদ খান কে ২৮শে আগস্ট সরাসরি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে হোটেলে রিপোর্ট করতে বলা করা হয়েছে। যদিও কোচ জেমি ডে এই বিষয়ে একেবারেই মুখ খুলতে রাজি হননি। তিনি বলেছেন, “দল ঘোষণার সময় ই সব জানা যাবে”
বাংলাদেশ দল কিরগিজস্তানের বিমানে চড়বে ২৮ অথবা ২৯ আগস্ট। দল ঘোষণার সম্ভাব্য তারিখ ২৭ অথবা ২৮ আগস্ট। এএফসি কাপ খেলার জন্য এই মুহূর্তে মালে তে আছে বসুন্ধরা কিংস। সেই দল থেকে জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররাও সরাসরি বিশকেকে যোগ দেবেন দলের সাথে। তিন জাতি টুর্নামেন্টে বাংলাদেশ ৫ ও ৭ সেপ্টেম্বর দুটি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলবে যথাক্রমে ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে। টুর্নামেন্টের বাইরেও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষেও একটু প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল ভুঁইয়া রা। যেটা অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।