১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বাংলাদেশ সফরের জন্য ভারতের শক্তিশালী দল ঘোষণা

- Advertisement -

সব পরিকল্পনা অনুযায়ী চললে নভেম্বরের শেষদিকে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত। সফরে দুটো টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। লাল বলের দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও ওয়ানডে ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়।

যথাক্রমে  ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। দ্বিতীয় টেস্ট খেলতে আবারো দুই দলকে ফিরতে হবে ঢাকায়। ২২ ডিসেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

দুই ফরম্যাটের সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করলেও সেখানে নাম নেই ইনজুরিতে থাকা জাসপ্রিত বুমরার।

টেস্ট দল-

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, কেএস ভারত, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

ওয়ানডে দল-

রোহিত শর্মা (অধিনায়ক) শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ইয়াস দয়াল ও দীপক চাহার।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img