২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন ফিঞ্চ

- Advertisement -

হাঁটুর ইনজুরিতে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার রঙ্গীন পোশাকের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে হাঁটুর অপারেশন করাবেন ফিঞ্চ, অনিশ্চয়তা রয়েছে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া নিয়েও।

নিয়মিত দলের সদস্যদের ছাড়া বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়ার ব্যাটিং শক্তি কিছুটা কমই মনে হচ্ছিলো, এবার তা আরও দুর্বল হয়ে পড়লো ফিঞ্চের ইনজুরিতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্র্যাক্টিস চলাকালীন হাঁটুতে চোট পান অজি অধিনায়ক, সেই চোটে ওয়ানডে সিরিজে আর মাঠে নামা হয়নি তার। ক্যারিবিয়ান সফর অসম্পূর্ন রেখেই দেশে ফিরে গেছেন অ্যারন ফিঞ্চ।

দেশে ফিরে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনের পর অপারেশন টেবিলে উঠবেন ফিঞ্চ, বিশ্বকাপের ঠিক দুই মাস আগে অপারেশন করানোয় তাকে বিশ্বকাপে পাওয়া নিয়ে সংশয় জেগেছে। তবে, ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল টিমের দাবি বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে যাবেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ফিঞ্চের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজে দলের ওয়ানডে দলের নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে, তবে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক কে হবে তা এখনো ঘোষনা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img