নামে-ভারে শক্তিমত্তায় ভারতের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। পাকিস্তান সিরিজ আত্মবিশ্বাস বাড়িয়েছে বটে, তবে নাজমুল হোসেন শান্তর দল জানে বাস্তবতাও। ভারতের মাটিতে টেস্ট জেতা এতটাও সহজ না। তবে টেস্ট ক্রিকেটে ঘটতে পারে যেকোনো কিছুই। প্রস্তুতি থাকা চাই শতভাগ। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদবরা যেকোনো প্রতিপক্ষের জন্যই ভয়ের কারণ। এরপরও বাড়তি সতর্কতা অধিনায়ক রোহিত শর্মা-কোচ গৌতম গম্ভীরের।
বেশকিছু ভারতীয় গণমাধ্যমের খবর, চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত মাঠে নামতে পারে তিন পেসার আর দুই স্পিনার নিয়ে। তবে টাইগারদের ভড়কে দিতে গম্ভীর প্রস্তুত রাখছেন ওপেনার যশস্বী জয়সওয়ালকেও। পার্ট টাইম এই লেগ স্পিনারকে নেটে রিস্ট স্পিন অনুশীলন করতেও দেখা গেছে। ‘ক্রিকেট ওয়ান’ এর দাবি প্রথম টেস্টে পার্টটাইমার হিসেবে যশ্বসী বল করতে দেখা যেতেই পারে।
এ বছরের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে জয়সওয়াল লাল বলে হাত ঘুরিয়েছিলেন এক ওভার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে অভিজ্ঞতা কম। তবে ঘরোয়া লিগে মাঝেমধ্যেই বোলিংয়ে নামেন, লিস্ট ‘এ’ ক্রিকেটে আছে ৭টি উইকেটও। সম্প্রতি দলীপ ট্রফির এক ম্যাচেও বল করেছিলেন এক ওভার।
দলের হয়ে তরুণ এই ক্রিকেটারের মূল কাজটাই ওপেনার হিসেবে দারুণ শুরু এনে দেয়া। তবে বোলিং যেহেতু করতেই পারেন, সেটাও আবার লেগস্পিন, এমন সুযোগ কাজে লাগাতে রোহিত-গাম্ভীরের মাস্টার প্ল্যানের কথাই শোনা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। বাংলাদেশকে ভালোভাবেই সমীহ করছে ভারত, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই।