২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বাংলাদেশে এসে করোনা আক্রান্ত ফিন অ্যালেন

- Advertisement -

মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান ফিন অ্যালেন। বাংলাদেশে আসার পর কোভিড পজেটিভ হয়েছেন তিনি, এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)। নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এ খবর নিশ্চিত করেছে ব্ল্যাকক্যাপরা।

ঢাকায় পৌঁছানোর ৪৮ ঘন্টা আগেও ইংল্যান্ডে ছিলেন অ্যালেন। ইংল্যান্ডের নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলেছেন তিনি। সেখানে তার দল হয়েছে রানার্সআপ। ধারণা করা হচ্ছে ওখান থেকেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আপাতত টিম হোটেলে কোয়ারেন্টিনে থাকবেন।

ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে আছেন অ্যালেন। এছাড়া তার দেখভাল করছেন এনজেডসির প্রধান মেডিকেল অফিসার। কোয়ারেন্টিনে থাকাকালীন তার সকল ধরনের খোঁজখবর রাখবেন ব্ল্যাকক্যাপস ডাক্তার প্যাট ম্যাকহগ।

আইসোলেশনে থাকাকালীন তার করোনা পরীক্ষা করা হবে। সেখানে পরপর দুইদিন নেগেটিভ সার্টিফিকেট মিললে ্তবেই তিনি দলের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পাবেন। কিউই ম্যানেজার মাইক স্যান্ডেল জানিয়েছেন তিনি অ্যালেনের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন।

“ফিনের জন্য এটা দুর্ভাগ্যের। সে এখন ভালো আছে। আশা করি সে দ্রুতই সুস্থ হয়ে যাবে”-মাইক স্যান্ডেল

সোমবার রাতে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে নিউজিল্যান্ড। মঙ্গলবার বাংলাদেশে পৌঁছায় তাসমান পাড়ের দলটি। ঢাকায় পৌঁছে কমপক্ষে তিনদিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে কিউইদের। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। যার প্রথম ম্যাচ শুরু হবে ১ সেপ্টেম্বর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img