২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বাংলাদেশে এসে ‘গলফ খেলবেন’ জেমি সিডন্স!

- Advertisement -

তর্কসাপেক্ষে তিনি বাংলাদেশের সফলতম ব্যাটিং-কোচ, তামিম-সাকিব-মুশফিকদের গুরু! প্রায় এক দশক পর তাঁকে আবারো ফিরিয়ে আনতে যাচ্ছে বিসিবি। অথচ জেমি সিডন্স নাকি বাংলাদেশে আসবেন গলফ খেলার লোভে?

“গলফে নিজের স্কিল আরো বাড়ানোর চেষ্টা করব বাংলাদেশে গিয়ে। ঢাকার কেন্দ্রেই দারুণ একটা গলফ কোর্স আছে। কাজের ফাঁকে ফাঁকে মাঝেমধ্যে সেখানে যাওয়ার ইচ্ছা আছে।”

নিজের ফেসবুক পেজ ‘জেমি সিডন্স কোচিং’ থেকে শনিবার এক ভিডিও প্রকাশ করেছেন সিডন্স। সেখানে জানিয়েছেন এইকথা। অবশ্য ভয় পাওয়ার বিশেষ কারণ নেই! গলফ বাংলাদেশে হবে তার ‘নেশা’; ‘পেশা’ যে ব্যাটিং কোচ বা ব্যাটিং কনসালটেন্টই থাকবে তা তিনি পরিষ্কার করেই বলেছেন।

মূলত বাংলাদেশে আসার ভিসা হয়ে গেছে তাঁর এই কথা জানাতেই তিনি এই ভিডিওটি পোস্ট করেছিলেন!

“মাত্রই বাংলাদেশে যাওয়ার ভিসা পেলাম, কোচিংয়ে আমার পরের কাজের জন্য দুই বছরের চুক্তিতে সেখানে যাচ্ছি। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, সে সময়ে আবার এখানে আসব।”

ভিডিওবার্তায় সিডন্স

গতমাসে বিসিবির পরিচালনা পরিষদের সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ব্যাটিং পরামর্শক হিসেবে সিডন্স আবারো আসছেন। তবে তিনি কি কাজ করবেন, কোথায় কাজ করবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি। পাপন বলেছিলেন শুধু জানা গিয়েছিল, জাতীয় দল, বয়সভিত্তিক বা হাইপারফরম্যান্স দল যেকোন জায়গায় সিডন্সকে কাজে লাগানো হবে। তবে ভিডিওতে সিডন্স বলেছেন জাতীয় দল ও বয়সভিত্তিক দুই গ্রুপেই তিনি সামলাবেন ব্যাটিং-গুরুর দায়িত্ব!

“বাংলাদেশের তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করতে যাচ্ছি। জাতীয় দল এবং ওদের জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করব। শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না যে কোন দলের সঙ্গে বেশি কাজ করব। তবে এটা নিশ্চিত, ওদের সবচেয়ে প্রতিভাবান কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কাজ করব, তাদের খেলায় উন্নতি নিয়ে কাজ করব। এই কাজটা আমার খুব পছন্দের।”

আগামী সপ্তাহে ফ্লাইট বুকিং দেবেন বলে জানিয়েছেন সিডন্স। সব ঠিক থাকলে ১ ফেব্রুয়ারি থেকে কাযে যোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সিডন্স।

 

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img