১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বাংলাদেশের জালে অস্ট্রেলিয়ার সাত গোল

- Advertisement -

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ, খেলা যখন অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। বাংলাদেশের লক্ষ্য ছিল ঠিক যতটা সম্ভব কম গোল হজম করা যায়। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়াও বলেছিলেন সেই কথা। কিন্তু মাঠে ঘটেছে ঠিক তার উল্টো, বাংলাদেশের জালে গুনে গুনে ঠিক সাতটি গোল দিয়েছে অস্ট্রেলিয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের দিকে মনোযোগ দেয় স্বাগতিকরা। চার মিনিটের মাথায় গোলের দেখা পেয়ে যায় তারা। সেট পিস থেকে হেডে গোল করেন হ্যারি সুটার। শুরুতে পাল্টা আক্রমণের চেষ্টা করেছিল রাকিব হোসেনরা কিন্তু অস্ট্রেলিয়া গোলকিপারের কোনো পরীক্ষাই নিতে পারেননি তারা।

উল্টো ২০ মিনিটের মাথায় ২-০ করেন ব্রান্ডন বোরেলো। এদিন ম্যাচের প্রায় পুরোটা সময়জুড়ে খেলা হয়েছে বাংলাদেশের অর্ধে। মিতুল মারমাকে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। ৩৭ ও ৪০ মিনিটে তাকে ফাঁকি দিয়ে জোড়া গোল করেন মিচেল ডিউক। ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় অস্ট্রেলিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও বাংলাদেশের বলে জাল। এবারের গোলদাতা জেমি ম্যাকলারেন। এরপর একে একে আরও দুটি গোল করেছেন তিনি। ৭০ ও ৮৪ মিনিটে বল জালে জড়িয়ে হ্যাট্রিক পূর্ণ করেন ম্যাকলারেন।

ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচ শেষের আগ মুহুর্তে পেনাল্টি ঠেকিয়ে দেন মিতুল। শেষ পর্যন্ত ৭-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে অস্ট্রেলিয়ার সাথে দুই ম্যাচে মোটে ৯ গোল হজম করেছিল জামালরা। এবার এক ম্যাচেই সাকারুজরা দিল সাত গোল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img