শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও বাংলাদেশ। এই ম্যাচটি জিততে পারলেই সিরিজ নিশ্চত হয়ে যাবে সফরকারীদের। অন্যদিকে স্বাগতিকরা মুখিয়ে আছে সমতায় ফেরার। শুক্রবারে মিরপুরে দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে।
এর আগে বুধবার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে তিন উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ইংল্যান্ড। ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই জয়ের দেখা পেয়েছিল ইংলিশরা। মূলত মালানের হার না মানা ১১৪* রানের ইনিংসেই জয় পায় জস বাটলারের দল। প্রথম ম্যাচে জয় পাওয়ায় অনেকটাই স্বস্তিতে থাকবেন ইংলিশরা।
অন্যদিকে প্রথম ম্যাচ হারায় চাপে থেকেই খেলতে নামবে তামিমের দল। কিছুদিন আগেও ভারতের সাথে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তাই খুব সহজেই ইংল্যান্ডকে ছেড়ে কথা বলবেন না স্বাগতিকরা। সমতায় ফেরার লক্ষ্যে তাই জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেনা টাইগার বাহিনী। দ্বিতীয় ম্যাচের আগে তাই সতর্ক অবস্থানে থাকবে বাংলাদেশ।
সাত বছর আগে ইংলিশদের বিপক্ষে দুই-এক ব্যবধানে সিরিজ হারের পর ঘরের মাটিতে ১১ সিরিজের একটিতেও হারেনি বাংলাদেশ। এতো বছর পর ঘরের মাটিতে হারের গল্পটা স্বাগতিকরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাইবে না।