লা লিগায় বার্সেলোনার সাথে হ্যান্সি ফ্লিক যুগের সূচনাটা হয়েছে বেশ ভালোভাবেই। দীর্ঘ প্রতিক্ষার পর আলেহান্দ্রো বালদের ফিরে আসায় সবার ধারণা ছিল দুর্দান্ত কিছু উপহার দিবে এই কোচ-শিষ্য জুটি। তবে এই ধারণা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি বালদে। শনিবার মেস্তাল্লায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার জয়ের ম্যাচের ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে এই মিডফিল্ডারকে।
লা লিগার প্রথম ম্যাচে প্রতিপক্ষের ঘরের মাঠে রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ২–১ গোলে হারিয়েছে বার্সেলোনা। তবে দীর্ঘ প্রতীক্ষার প্রত্যাবর্তনের পর দলের জয় মাঠে থেকে উপভোগ করতে পারেননি বালদে। প্রথমার্ধে স্বতঃস্ফূর্তভাবে খেললেও দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পান স্প্যানিশ এই ফুটবলার। স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, হ্যামস্ট্রিংয়ের কারণে অস্বস্তিতে ছিলেন বালদে।
তবে ম্যাচ শেষ হতেই ইনজুরি নিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন বালদে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “এটি শুধুমাত্র একটা টোকা ছিল, আমি ভালো আছি।”
এ বছরের শুরুতেই ২০২৩/২৪ মৌসুমে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে চোট পেয়েছিলেন বালদে। সেই চোটের কারণে অস্ত্রোপচারও করতে হয়েছিল তাকে। যার কারণে পুরো মৌসুম থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই চোট সারানোর পর লা লিগার প্রথম ম্যাচেই আবারো বালদের ইনজুরি নিয়ে কিছুটা চিন্তিত কোচ হ্যান্সি ফ্লিক। তবে খুব দ্রুতই তাকে মাঠে দেখা যাবে বলেও আশাবাদী তিনি।
লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২৪ আগস্ট ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে বার্সা। তার আগেই আলেহান্দ্রো বালদেকে পাওয়া যাবে বলে আশা করছে ক্লাবটি।