আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচেই রিয়াল বেতিসকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি গ্রীষ্মের দলবদলে বার্সায় যোগ দেওয়া জোয়াও ফেলিক্স।
শনিবার দিবাগত রাতে স্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে রিয়াল বেতিসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ২৫ মিনিটে গোলের খাতা খোলেন ফেলিক্স। চলতি দলবদলে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এটিই ২৩ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডের প্রথম গোল।
দলের হয়ে প্রথম গোল করতে পেরে উচ্ছ্বাসিত ফেলিক্স বলেছেন, “যেভাবে শুরু হয়েছে, তাতে দারুণ খুশি। বার্সার এই দলের সঙ্গে খেলা খুবই সহজ। সবাই ভালো খেলেছি। দলের গঠন ভালো হলে বলও খুব দ্রুত আগায়, জায়গা তৈরি হয়, গোলও আসে। আত্মবিশ্বাসের জন্য স্ট্রাইকারদের গোল পাওয়া জরুরি। যত গোল করবেন, ততই ভালো হবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি”
দলের হয়ে অন্য গোলগুলো করেছেন ফেরান তোরেস, রাফিনিয়া, জোয়াও কানসেলো। এক গোল করার পাশাপাশি দুটি গোলে অ্যাসিস্টও করেছেন রবার্ট লেভানডফস্কি।
৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৪ ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বেতিস আছে নয়ে।