ম্যাচ শেষে ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো ফিরে গেছিলেন ৭ মাস আগে, এবং পুড়ছেন আফসোসে।
সেদিনও মাঠে ছিল একই প্রতিপক্ষ সার্বিয়া। ২-২ ড্র অবস্থায় রোনালদোর শেষ মুহুর্তের গোল বাতিল হয় যদিও বল স্পষ্ট গোললাইন অতিক্রম করেছিল! সেদিন ঐ গোলটি বাতিল না হলে জিততো পর্তুগাল, এবং আজ সার্বিয়ার সাথে এই শেষ মুহুর্তের গোল খেলে হারাটা অতোটাও প্রভাব ফেলতো না পর্তুগালের ২০২২ বিশ্বকাপ ভাগ্যে।
তবে অতীতের কথা ভেবে তো আর কিছু হবেনা, বাস্তবতা হচ্ছে সার্বিয়ার সাথে ২-১ গোলের এই হারে পর্তুগালের বিশ্বকাপ ভাগ্য এখন সুতোয় ঝুলছে। বিশ্বকাপের টিকিট পেতে হলে এখন পর্তুগালকে খেলতে হবে প্লে অফ! সেখানে জিততে না পারলে ১৯৯৮ সালের পর প্রথমবার পর্তুগাল উঠবে না বিশ্বকাপের চুড়ান্ত পর্বে; এবং রোনালদো পারবেন না নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে।
Serbia needed a win vs. Portugal in Lisbon.
They got it in the 90th minute.
What a photo 📸 pic.twitter.com/JMmWDCbU3p
— B/R Football (@brfootball) November 14, 2021
বিশ্বকাপের টিকিট কাটতে এই ম্যাচ থেকে কেবল এক পয়েন্ট লাগতো পর্তুগালের; ড্র হলেই যথেষ্ট ছিল। রেনাতো সানচেজের গোলে প্রথমার্ধের শুরুতেই ১-০ গোলে এগিয়েও গিয়েছিলো রোনালদোর দল। তবে ৩৩ মিনিটে সার্বিয়ার দুসান তাদিচ সমতা বিধান করেন। এরপরও পর্তুগাল রক্ষণাত্মক খেলায় নিজেদের লক্ষ্যে ভালোভাবেই ছিলো। তবে একদম অন্তিম মুহুর্তে, ৯০ মিনিটেরও পরে আলেক্সান্ডার মিত্রোভিচের গোলে স্বপ্নভঙ্গ হয় পর্তুগালের।
একটি অস্বাভাবিক বাজে দিন কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলে শট নিতে পারেননি একটিও।
#CristianoRonaldo vs. #Serbia➡️https://t.co/v6LIfSdBXh
1 Offside
1 Blocked
2 Shots off target
4 Duels won
10 Possession lost
40 TouchesIt’s the first time in this #WCQ that #Ronaldo hasn't score on target at least once😐 #FernandoSantos out?#WorldCup #Portugal #WCQ2022 pic.twitter.com/x4IUgYGZf5
— Nowgoal Livescore (@NowgoalScore) November 15, 2021
পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস অবশ্য ‘গ্যারান্টি’ দিয়ে বলেছেন তাঁর দল প্লে অফে জিতেই বিশ্বকাপে কোয়ালিফাই করবে, সেই ম্যাচে অবশ্যই রোনালদোকে পালন করতে হবে অগ্রণী ভূমিকা। দলের জন্য, নিজের জন্য।