২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বিশ্বকাপ বাছাইপর্ব; আর্জেন্টিনা দলে দিবালা

- Advertisement -

আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে আর্জেন্টিনা। সোমবার দল ঘোষনা করেছেন বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কোলানি। দলে ফিরেছেন পাওলো দিবালা।

দিবালাকে স্কোলানির একেবারেই পছন্দ নয়, এমন গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় হরহামেশাই। তার কারনও আছে, ক্লাব ফুটবলে ফর্মে থাকার পরও প্রতিবার দেশের জার্সিতে ব্রাত্য এই জুভেন্তাস ফরোয়ার্ড। প্রায় দুই বছর আর্জেন্টিনার হয়ে খেলা হয়নি দিবালার। অবশেষে ফিরলেন দিবালা।

 

 

১৮ই নভেম্বর ২০১৯, উরুগুয়ের বিপক্ষে ম্যাচেই শেষবার আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন দিবালা। এরপর আর সুযোগ পাননি। মূলত স্ট্রাইকারদের আধিক্যের কারনেই তাকে দলে নেওয়া সম্ভব হয়নি। সার্জিও আগুয়েরো এবং মাওরো ইকার্দির ইনজুরির কারনে সুযোগ মিলেছে এই স্ট্রাইকারের। নভেম্বরের আগে মাঠে নামতে পারবেন না আগুয়েরো, প্রায় ৩-৪ সপ্তাহের জন্য ছিটকে গেছেন ইকার্দি। দিবালা ফেরায় ফ্রন্টলাইনে লিওনেল মেসি আর লাউতারো মার্তিনেজের সঙ্গে তার রসায়নটা বেশ জমবে এমন আশা আর্জেন্টাইন সমর্থকরা করতেই পারে।

আকাশি-সাদা শিবিরে ইনজুরির ঘটনা আছে আরো। হাঁটুর অস্ত্রোপাচারের জন্য ছিটকে গেছেন গোলরক্ষক অগাস্টিন মার্কেসিন। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি। দলে ফিরেছেন রুলির কাল্ব সতীর্থ ডিফেন্ডার হুয়ান ফথ। ফথের মতোই কোপা আমেরিকার দলে না থাকা অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড এমিলিয়ানো বুয়েন্দিয়াও ফিরেছেন বাছাইপর্বের দলে।

কোপা আমেরিকাজয়ী দলের অধিকাংশকেই দেখা যাবে সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। যদিও দলে সংযুক্ত হয়েছেন নতুন কিছু খেলোয়াড়। ৩ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোপাজয়ীদের বাছাইপর্ব যাত্রা, এরপর ৬ এবং ১০ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ যথাক্রমে ব্রাজিল এবং বলিভিয়া।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্র্যাঙ্কো আরমানি, হুয়ান মুসো, জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, জার্মান পেজেলা, ক্রিসচিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মলিনা লুসেরো, হুয়ান ফথ, লুকাস মার্তিনেজ কোয়ার্তা, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লেয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, এক্সেকুয়েল প্যালাসিওস, নিকোলাস দমিনগুয়েজ, জিওভানি লো সেলসো, পাপু গোমেজ।

ফরোয়ার্ড: অ্যানহেল দি মারিয়া, অ্যানহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, জোয়াকুইন কোরেয়া, নিকোলাস গঞ্জালেস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি, পাওলো দিবালা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img