দল ঘোষণা করতে হাতে আর মাত্র ৩দিন বাকি। টি-টোয়েন্টি বিশ্বকাপে কাকে ছেড়ে কাকে দলে নেয়া হবে, এ নিয়ে এখনও আলোচনা হচ্ছে বিসিসিআইয়ে। ভারত দল নিয়ে বোর্ডের খানিকটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বিশ্বকাপ উপলক্ষ্যে পছন্দের ১৫ সদস্যের নাম জানিয়েছেন নিজের টুইটার অ্যাকাউন্টে।
রোহিত শর্মার অধিনায়কত্বে দলে থাকছেন বিরাট কোহলিও। যদিও আইপিএলে তাঁর স্ট্রাইকরেট নিয়ে অনেক কথাই হচ্ছে, তবে কোহলিকে বাদ দিয়ে নারাজ লারা। উইকেটকিপার ব্যাটার হিসেবে সাঞ্জু স্যামসন এবং রিশাভ পান্তের জায়গা হলেও তাঁর বিবেচনায় লোকেশ রাহুল থাকছেন না। জায়গা পাননি হার্ডহিটার ব্যাটার রিংকু সিংও।
স্পিন বোলিং ডিপার্টমেন্টে থাকছেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল এবং কুলদ্বীপ যাদব। পেস ডিপার্টমেন্টে জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিংয়ের সাথে লারার পছন্দের দলে আছেন হার্দিক পান্ডিয়া, শিভম দুবের মতো পেস বোলিং অলরাউন্ডারও। সবচেয়ে মজার ব্যাপার আইপিএলে নজরকাড়া মায়াঙ্ক যাদব এবং সন্দ্বীপ শর্মাকে ১৫ সদস্যের দলে রেখেছেন সাবেক ক্যারিবিয়ান এই তারকা।
বিশ্বকাপে ব্রায়ান লারার পছন্দের ১৫ সদস্যের ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাত কোহলি, সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিশাভ পান্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, সন্দ্বীপ শর্মা, মায়াঙ্ক যাদব, আর্শদ্বীপ সিং, জাসপ্রিত বুমরাহ.