টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ১০ দিনও বাকি নেই, সব দল যার যার মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে। ঠিক সেই মুহুর্তে পাকিস্তান শিবিরে হানা দিয়েছে অনাহুত ইনজুরি সমস্যা। পিঠের ব্যথায় অনিশ্চিত হয়ে গেছে ব্যাটসম্যান শোয়েব মাকসুদের বিশ্বকাপ যাত্রা। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী ব্যথা নাকি এতোই বেড়ে গেছে যে হাঁটতেও পারছেন না মাকসুদ।
“শোয়েব মাকসুদকে হাসপাতালে এমআরআই করানো হয়েছে। তার হাঁটাচলা করতেও সমস্যা হচ্ছে। তিনি বিশ্বকাপ দলে থাকবেন কিনা তা এমআরআই রিপোর্ট পর্যবেক্ষণ করে বুঝা যাবে”- জানিয়েছে জিও নিউজ
Will Sohaib Maqsood be able to make it into #T20WorldCup2021
.#t20worldcup #cricketupdates #NationalT20Cup #cricket #cricketlovers #cricketfans pic.twitter.com/1eZlG84ePn— Cricfolks | Cricket Updates ? (@cricfolks) October 8, 2021
মাকসুদ যদি খেলতে না পারেন, তবে তাঁর জায়গায় মারকুটে মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলীকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে জিও নিউজের এক নির্ভরযোগ্য সূত্র।
বিশ্বকাপের আগে শুক্রবার (আজ) বিশেষ জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাচ্ছে পাকিস্তান দল। ১৫ অক্টোবর পর্যন্ত এই বলয়েই অনুশীলন করে এরপর বিশ্বকাপে অংশ নিতে আমিরাতে উড়াল দেবে তারা।