টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার দিনই পদত্যাগ করেছেন পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। টি-টোয়েন্টি বিশ্বকাপের দেড় মাস আগে প্রধান দুই কোচের আকস্মিক পদত্যাগ, পাকিস্তান ক্রিকেটের জন্যই বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।
সোমবার সকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃপক্ষের কাছে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মিসবাহ ও ওয়াকার, পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ঘটনা জানিয়েছে পিসিবি। মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিস দু’জনই ২০১৯ সালের সেপ্টেম্বরে পাকিস্তান দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন, চুক্তির মেয়াদ ছিল ২০২২ সাল পর্যন্ত।
Misbah and Waqar step down from coaching roles
More details ➡️ https://t.co/pFjoYQHsKy pic.twitter.com/Ymm6Gak9Rq
— Pakistan Cricket (@TheRealPCB) September 6, 2021
পিসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বায়োবাবল জনিত ক্লান্তি ও পরিবারকে দীর্ঘসময় কাছে না পাওয়াই দুই কোচের পদত্যাগের কারণ।
পদত্যাগ করার কারণ হিসেবে মিসবাহ-উল-হক জানিয়েছেন, “ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে জ্যামাইকায় কোয়ারেন্টাইন চলাকালীন আমি অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার যথেষ্ট সময় পেয়েছি। আমি ভেবে দেখেছি যে, জৈব-সুরক্ষা বলয়ের কারণে আগামীতে দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকতে হবে। এজন্যই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি”
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেভাগে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। বলেছেন, “বুঝতে পারছি যে পদত্যাগের জন্য সময়টা সঠিক না কিন্তু আমি পাকিস্তানের কোচ হিসেবে আগামী চ্যালেঞ্জগুলো নেয়ার জন্যেও মানসিকভাবে প্রস্তুত না। এখন দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য নতুন কাউতে এগিয়ে আসতে হবে”
পিসিবি বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, মিসবাহর সিদ্ধান্ত থেকেই অনুপ্রাণিত হয়েছেন ওয়াকার ইউনিস।
“মিসবাহ যখন তাঁর সিদ্ধান্তের কথা জানালো, তখন আমার জন্যেও সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে গেলো। আমরা একই সাথে কাজে যোগ দিয়েছিলাম, পদত্যাগও করলাম একসাথে। পাকিস্তানের তরুণ বোলারদের সাথে কাজ করাটা ছিল দারুণ অভিজ্ঞতা, ওরা আমার কোচিংয়ের ফলও পাচ্ছিলো। তবে গেলো ১৬ মাস জৈব-সুরক্ষা বলয়ের বিধিনিষেধ আমাদের জীবনে এমনই প্রভাব ফেলেছে যা আগে কখোনো অনুভব করিনি। খেলোয়াড়ি জীবন শেষে এই অভিজ্ঞতা একেবারেই নতুন” – বলেছেন ওয়াকার ইউনিস।
মিসবাহ ও ওয়াকারের বদলে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য সাকলায়েন মুশতাক ও আব্দুল রাজ্জাককে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে পিসিবি। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁরাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন কিনা, এখনো সেই সিদ্ধান্ত হয়নি।
নিউজিল্যান্ড সিরিজের জন্য ইসলামাবাদে পাকিস্তানের ক্রিকেটারদের ক্যাম্প শুরু করার কথা ০৮ সেপ্টেম্বর।