সোমবার ভোরে ওমানে পৌঁছানোর পর মঙ্গলবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। ওমান ক্রিকেট অ্যাকাডেমি মাঠে প্র্যাক্টিস করেছে টাইগাররা। ক্রিকেট অ্যাকডেমি মাঠের পাশেই অবস্থিত বিশ্বকাপ ভেন্যু আল আমিরাত স্টেডিয়াম। শুক্রবার সেখানেই ওমান ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ওমানে পৌঁছানোর পর ৫,৬,৭ অক্টোবর প্র্যাক্টিস করবে বাংলাদেশ, ৮ অক্টোবর প্র্যাক্টিস ম্যাচ খেলে দুবাইয়ে আসবে দল। দেশ ছাড়ার আগে এমনই ছিল জাতীয় দলের সূচি। তবে, দল ওমান পৌঁছানোর পর আল-আমিরাতের প্র্যাক্টিস ম্যাচ বাতিল হয়েছে বলে শোনা যাচ্ছিল। মঙ্গলবার দলের সাথে থাকা মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম উড়িয়ে দিয়েছেন সেই শঙ্কা, শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় আল আমিরাত স্টেডিয়ামে মুখোমুখি হবে ওমান ‘এ’ দল এবং বাংলাদেশ একাদশ।
শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলার পর, শনিবার দুবাইয়ের বিমান ধরবে বাংলাদেশ। দুবাইয়ে শ্রীলংকা এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অফিসিয়াল দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশ দলের দুবাই পর্বের আনুষ্ঠানিক সূচি অবশ্য এখনো জানায়নি টিম ম্যানেজমেন্ট।