বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে ভারত। তবে আইসিসির ঘোষণা করা টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন দেশটির ৬ ক্রিকেটার। এছাড়াও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ২, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের ১ জন করে ক্রিকেটার সেরা একাদশে জায়গা পেয়েছেন। ১২তম ক্রিকেটার হিসেবে আছেন সাউথ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি।
ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও সাউথ আফ্রিকার বাঁহাতি ব্যাটার কুইন্টন ডি কক। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলেছেন দুজনই। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যথাক্রমে দুই ও তিনে আছেন তারা। তিন নম্বর পজিশনের জন্য আইসিসি বেছে নিয়েছে বিরাট কোহলি। বিশ্বকাপে এই পজিশনে ব্যাট করে ৭৬৫ রান করেছেন তিনি। যা এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড।
চার নম্বর পজিশনে জায়গা পেয়েছেন ডেরিল মিচেল। টুর্নামেন্টে ৬৯ গড়ে ৫৫২ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। যার ফলস্বরুপ সেরা একাদশে একমাত্র কিউই হিসেবে আছেন তিনি। আইসিসি পাঁচ নম্বর পজিশন ও (উইকেট কিপার) ব্যাটার হিসেবে লোকেশ রাহুলকে বেছে নিয়েছে। অলরাউন্ডার হিসেবে ছয় ও সাতে গ্লেন ম্যাক্সওয়েল-রবীন্দ্র জাদেজা।
একমাত্র জেনুইন স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন অ্যাডাম জাম্পা। আইসিসি তাদের সেরা একাদশে তিন পেসারকে রেখেছে। ভারতের মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহর সাথে আছেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কা।
আইসিসির সেরা একাদশ:
কুইন্টন ডি কক, রোহিত শর্মা, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি, দিলশান মাদুশঙ্কা ও জাসপ্রিত বুমরাহ।
১২ তম হিসেবে আছেন ডেরাল্ড কোয়েৎজি।