১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বুধবার বিসিবির সভা, আসতে পারে পাপনের পদত্যাগের ঘোষণা

- Advertisement -

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের আলোচনার মধ্যেই বুধবার জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। দেশের বাইরে থাকায় ভার্চুয়ালি সভায় যোগ দেবেন পাপন। সরকার পরিবর্তনের পর এটিই হবে বিসিবির প্রথম বোর্ড সভা।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির এক পরিচালক বলেন, “জরুরি বোর্ড সভা ডেকেছে কাল (বুধবার) সকাল ১১টায়। সব পরিচালকদেরই উপস্থিত হওয়ার কথা। মেইলও পেয়েছি ইতোমধ্যে।”

জানা গেছে বুধবারের জরুরি সভায় পদত্যাগের ঘোষণা দেবেন পাপন। একই দিনে ঘোষণা আসতে পারে কে হতে যাচ্ছে নতুন বোর্ড সভাপতি। গুঞ্জন রয়েছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে দেখা যাবে পরবর্তী বোর্ড সভাপতি হিসেবে।

বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন নাজমুল হাসান পাপন

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি হতে হলে পরিচালক হতে হবে ফারুক আহমেদকে। তবে বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই ফারুক। এ কারণেই তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হবে। এরপর পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন সভাপতি।

এর আগে সোমবার সরকার পতনের পর প্রথম ব্যক্তি হিসেবে পদত্যাগ করেছেন এনএসসি মনোনীত বোর্ড পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img