বৃষ্টির কারণে পণ্ড হয়েছে বাংলাদেশ ‘এ’ দল এবং পাকিস্তান শাহীনসের প্রথম চারদিনের ম্যাচের তৃতীয় দিনের খেলা। পাকিস্তানের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি একটি বলও। মধ্যাহ্ন বিরতির পরপর সমাপ্ত ঘোষণা করা হয় দিনের খেলা।
মঙ্গলবার ইসলামাবাদে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। দলের অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড়দের নিয়েও প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১২২ রানে। প্রথম ইনিংস স্থায়ী হয় মোটে ৪৪.৩ ওভার। দলের হয়ে ব্যাট হাতে একাই লড়াই করেন মাহমুদুল হাসান জয়। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে।
১১৬ বলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফেরেন মাহমুদুল। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের। ১টি চার ও ১টি ছয়ের মারে ২৭ বলে ১৪ রান করেন তিনি। মুমিনুল হক ১১ ও রেজাউর রহমান রাজা স্কোরবোর্ডে যোগ করেন ১০ রান। রানের খাতা খুলতে পারেননি জাকির হাসান, শাহাদত হোসেন, নাঈম হাসান ও হাসান মুরাদ।
প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন নাসিম শাহ। ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন মীর হামজা। ৪১ রানে ২ উইকেট শিকার করেছেন মোহম্মদ রামিজ। ১টি করে উইকেট নিয়েছেন মহম্মদ আলি ও উমর আমিন।
বাংলাদেশের ভরাডুবির পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে পাকিস্তান শাহীনসের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৬৭ রান। ২৩ চার ও ৩ ছয়ের মারে ২১১ বলে ১৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেন উমর আমিন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ১টি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব ও নাঈম হাসান। সব মিলিয়ে এখন পর্যন্ত খেলা হয়েছে ১৩৪.৩ ওভার।