আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃষ্টির বাধা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হবে না। এমনকি ম্যাচের প্রথম দিনের প্রথন সেশনও ভেসে গেল বৃষ্টিতে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ইংল্যান্ডের সাদাম্পটনের রোজবোলে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। শুক্রবার বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে শুরু করা সম্ভব হচ্ছে না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসই মাঠে গড়ায়নি।
The news isn't good from Southampton!
The toss has been delayed and there will be no play in the opening session on day one ?https://t.co/BtiZKR1YDD #WTCFinal #INDvNZ pic.twitter.com/IoUk2A2RoB
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 18, 2021
শুক্রবার সকাল থেকেই সাদাম্পটনের আকাশ ছিল মেঘলা। বৃষ্টির সম্ভাবনাও ছিল। সেই সম্ভাবনাই সত্যি হয়েছে। প্রথম সেশন ভেস্তে যাওয়ার পর পুরো দিনেই মাঠে খেলা না গড়ানোর সম্ভাবনা আছে । মাঠে খেলা না গড়ালে নিশ্চিতভাবে বলাই যায় শুক্রবার হবে ক্রিকেটের অভিজাত ফরম্যাটের দর্শকদের জন্য একটা বাজে দিন ।