১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ২৯ জুনের ফাইনালে সাউথ আফ্রিকাকে ৭ রানের ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। তবে ঘূর্ণিঝড়ের কারণে এখনো ভারতে ফিরতে পারেননি তারা। এই কয়েকদিন বার্বাডোজেই ছিলেন আটকা।
তবে অপেক্ষার অবসান হচ্ছে, বুধবার বিশেষ এক ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরাট কোহলিরা। আগামীকাল (বৃহস্পতিবার) দেশে ফিরবেন ভারতীয় ক্রিকেটাররা। অবশ্য সাউথ আফ্রিকার ক্রিকেটাররা ফাইনালে হারের পরেই বার্বাডোজ ছাড়তে পেরেছিলেন।
বিশ্বকাপ জয়ের পরই ভারতে ফেরার জন্য প্রস্তুত ছিলেন রোহিত-কোহলিরা। কিন্তু ঘূর্ণিঝড় বেরিলের কারণে তা আর হয়নি। শুধু ক্রিকেটাররাই নন, তাদের পরিবারে সদস্য ও সাংবাদিকরাও আটকে ছিলেন বার্বাডোজে। অবশেষে ক্রিকেটারদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করেছে বিসিসিআই।
জানা গেছে, ভারতে ফেরার পর হার্দিক পান্ডিয়া-সূর্যকুমার যাদবদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও দেখা করবেন রোহিত-কোহলিরা।
বিশ্বকাপ জয়ের পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত, কোহলি ও রবীন্দ্র জাদেজা। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে তাদের।