ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দলের হয়ে একমাত্র গোলটি করেন জুড বেলিংহাম।
ঘরের মাঠে শুরু থেকে আক্রমণে যায় রদ্রিগো-হোসেলুরা। তবে ইউনিয়ন বার্লিনের ডিফেন্সের কাছে প্রতিহত হয় তাদের চেষ্টা। এছাড়া এদিন স্বাগতিকদের ফিনিশিংয়ে ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। লিওনার্দো বোনুচ্চিদের বিপক্ষে প্রথামার্ধে সুবিধা করতে পারেনি রিয়াল। মাঝেমধ্যে কাউন্টার অ্যাটাকে উঠেছিল ইউনিয়ন বার্লিন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ৫০ মিনিটে প্রায় গোল পেয়ে যাচ্ছিল তারা। রদ্রিগোর শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশায় পুড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত রিয়াল সমর্থকরা। ৬২ মিনিটে ঘটে একই চিত্র, এবার শট নেওয়ার ভূমিকায় হোসেলু।
৬৮ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গাকে তুলে টনি ক্রুসকে নামান কার্লো আনচেলত্তি। এরপর আক্রমণের ধার বাড়ে রিয়ালের খেলায়। ৭৬ মিনিটে হোসেলুর শট ইউনিয়ন বার্লিনের এক খেলোয়াড়ের হাতে লাগলে পেনাল্টির আবেদন করে স্বাগতিকরা। তবে রেফারি তাতে সাড়া দেয়নি। এক মিনিট পর ম্যাচজুড়ে দারুণ খেলা বোনুচ্চিকে তুলে নেন বার্লিন কোচ। ৮৫ মিনিটে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রদ্রিগো। অনেকেই ধরে নিয়েছিলেন ড্রয়ের দিকে যাচ্ছে ম্যাচ। তবে যোগ করা সময়ের তিন মিনিটে দলকে একমাত্র গোলটি এনে দেন বেলিংহাম।
পুরো ম্যাচে ৭৬ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৩২ট শট নিয়েছিল রিয়াল। এরমধ্যে ৭টি রাখতে পেরেছিল হোসেলুরা। অন্যদিকে চারটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি ইউনিয়ন বার্লিন।