চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার চেয়ে ৩৫৩ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। টাইগারদের ফলোঅন করানোর সুযোগ থাকলেও করায়নি ধনাঞ্জয়া ডি সিলভার দল।
তৃতীয় দিনের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছেন দুই ব্যাটার জাকির হাসান এবং তাইজুল ইসলাম। প্রথম সেশন শুরুর প্রথম এক ঘন্টায় কোনো উইকেট পড়েনি টাইগারদের। বিশ্ব ফার্নান্দোর বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ এবং লঙ্কানদের বিপক্ষে প্রথম ফিফটির দেখা পান ওপেনার জাকির। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন তাইজুল ইসলামও। দুজন মিলে গড়েন ৪৯ রানের জুটি। তবে ফিফটির পর পরপরই ফার্নান্দোর বলে বোল্ড ঝন জাকির, ১০৪ বলে করেন ৫৪ রান।
জাকিরের আউটের পর বাংলাদেশ শিবিরেও ছন্দ পতন ঘটে। মাত্র ৯ রানের মধ্যেই ফিরে যান তিন ব্যাটার। ১১ বলে ১ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৬১ বলে ২২ রান করে ফেরেন তাইজুলও। সাকিব আল হাসানও পারেননি বড় ইনিংস খেলতে। আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাকিব।
চেষ্টা করেছিলেন মুমিনুল হক। তবে তাকে মেহেদী হাসান মিরাজ-শাহাদাত হোসেন দীপুরা যোগ্য সঙ্গ দিতে পারেননি। দীপু-মিরাজ দুজনেই জীবন পেয়েছিলেন কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেননি। লঙ্কান ব্যাটাররা যেখানে সুযোগ পেয়ে সেটি কাজে লাগিয়েছে উল্টোচিত্র টাইগার শিবিরে।
নবম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেছেন মুমিনুল। আম্পায়ার্স কলে আউট হয়ে ফিরেছেন তিনি। তার আগে ৮৪ বলে ৩৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন।
শ্রীলঙ্কার হয়ে ৪টি উইকেট শিকার করেছেন আসিথা ফার্নান্দো। ২টি করে উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও প্রবাথ জয়াসুরিয়া।