২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ব্রাজিলের প্রতিশোধ; ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচদিনের জন্য নিষিদ্ধ আলিসন-জেসুসরা

- Advertisement -

বিশ্বকাপের বাছাইপর্বে ‘রেড জোনে’ থাকা দেশগুলোর খেলোয়াড়দের নিজ নিজ দেশের হয়ে খেলতে যাওয়ার অনুমতি প্রদান করেনি ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তারই প্রতিশোধ যেনো নিল ব্রাজিল। নিজেদের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের লিগের পরবর্তী কিছু ম্যাচে খেলতে দিবে না দেশটি।

ফিফার নিয়ম অনুযায়ী, যেই খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচের জন্য দল থেকে ছাড়া হবেনা তাদেরকে আন্তর্জাতিক বিরতি শেষের পরের পাঁচদিন ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতে দেয়া হবেনা। মূলত ক্লাবের রাজত্বের সামনে দেশগুলো যাতে নিঃস্ব হয়ে না পড়ে, সেজন্যই এই সিদ্ধান্ত ফিফার। আর, তারই সুযোগ নিচ্ছে ব্রাজিল। সেলেসাওদের এবার আন্তর্জাতিক বিরতি শেষ হচ্ছে ৯ সেপ্টেম্বর, শুক্রবার। পাঁচদিন খেলোয়াড়দেরকে বাইরে থাকতে হলে আগামী ১৩ অথবা ১৪ তারিখ অব্দি তাদের মাঠে নামাতে পারবে না ক্লাবগুলো। যদিও ইতোমধ্যেই শাস্তি কমানোর ব্যাপারে আবেদন করেছে ক্লাবগুলো।

লিভারপুলের হয়ে মাঠে নামতে পারবেননা ব্রাজিলিয়ান তিন তারকা

ব্রাজিলের এমন সিদ্ধান্তে আগামী কয়েকদিন নিজ নিজ ক্লাবের হয়ে দেখে যাবে না লিভারপুলের গোলকিপার আলিসন, রবার্তো ফিরমিনো এবং ফাবিনিওকে; সিটির গোলকিপার এদেরসন এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে; ইউনাইটেডের ফ্রেড, চেলসির থিয়াগো সিলভা, লিডসের রাফিনিয়াদেরও দেখা যাবে না মাঠে নামতে। না খেললেও, প্রত্যেকেই ছিলেন ব্রাজিল স্কোয়াডের সদস্যা। তবে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে এভারটনের ভালো সম্পর্ক থাকায় রিচার্লিসনকে নিষিদ্ধের মুখোমুখি নাও হতে পারে।

কিছুদিন আগে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানায়, রেড জোনে থাকা দেশগুলোর খেলোয়াড়দের দেয়া হবেনা বাছাইপর্বে থাকার অনুমতি। কেউ তবুও খেলতে চাইলেও, তাকে এসে থাকতে হবে ১০ দিনের বাধ্যতামূল কোয়ারেন্টাইনে। যুক্তরাজ্য সরকারের কাছে আবেদন করা হলেও তারা তাদের আইনে শিথিলতা আনেননি। সেই ক্ষোভেই হয়তো, নিজ দেশের খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ ম্যাচে না পাওয়ার প্রতিশোধ নিতে যাচ্ছে ব্রাজিল। শুক্রবার বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল; প্রতিপক্ষ পেরু।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img