২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ভক্তদের ভোটে বায়ার্নের সেরা লেভানডফস্কি

- Advertisement -

বুন্দেসলিগায় দারুন এক মৌসুম কাটিয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডফস্কি। বুন্দেসলিগায় পোলিশ তারকা সদ্য শেষ হওয়া মৌসুমে করেছেন ৪১ গোল। তার স্বীকৃতিও পেয়েছেন তিনি। ভক্তদের ভোটে খুব বড় ব্যবধানে বায়ার্নের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সর্বমোট ভোটের ৭৬ শতাংশ একাই পেয়েছেন লেভানডফস্কি। ৩১ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে দর্শনীয় গোলের পুরস্কার গেছে যশুয়া কিমিখের ঘরে।

তবে পোলিশ তারকার অর্জনে অবাক হচ্ছে না কেউই। কেননা মাঠে লেভা ছিলেন দুর্দান্ত। গত মৌসুমে বায়ার্নের হয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন লেভানডফস্কি। বায়ার্নের হয়ে দুর্দান্ত পারফর্ম করা লেভানডফস্কি বুন্দেসলিগায় গড়েছেন এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড। বুন্দেসলিগায় ৪১ গোল করার পাশাপাশি সবধরনের ফুটবলে ৪০ ম্যাচে গোল করেছেন ৪৮। সঙ্গে আছে শালকের বিপক্ষের সেই দুর্দান্ত ‘ র‌্যাবোনা” অ্যাসিস্ট।

রানার-আপ হয়েছেন থমাস মুলার। তবে তিনি পিছিয়ে আছে যোজন যোজন দুরে। মাত্র ১০ শতাংশ ভোট পেয়েছেন জার্মান তারকা। বুন্দেসলিগার গত মৌসুমের সবচেয়ে বেশি অ্যাসিস্ট ছিল থমাস মুলারের। সতীর্থদের দিয়ে গত মৌসুমে ২১ টি গোল করিয়েছেন তিনি। এছাড়াও মাঠে সতীর্থদের উদ্বুদ্ধ করতে বরাবরই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন জার্মান স্ট্রাইকার। প্রায় সাত শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার যশুয়া কিমিখ। এর পরই যথাক্রমে আছেন জামাল মুসিয়ালা(১.৯%), ম্যানুয়েল নয়্যার (১.৮%), লিওন গোরেৎজকা (১.৬%)।

সেরা গোলের পুরস্কার আবার গেছে কিমিখেরই ঘরে। গত মৌসুমে বায়ার্ন ৫০ ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ১৩৯টি। ৪৮ গোল করে লেভাওনডফস্কি সেরা গোলদাতা হলেও, সেরাদের সেরা যশুয়া কিমিখ। বায়ার্ন সমর্থকদের ভোটে বায়ার্নের সবচেয়ে দর্শনীয় গোলের মালিক হয়েছেন জার্মান মিডফিল্ডার। জার্মান সুপার কাপ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বায়ার্ন ‘নাম্বার সিক্সের’ দুরন্ত গোলশতকরা ৩১ ভাগ দর্শকের ভোটে সেরা নির্বাচিত হয়েছে। ২৯ শতাংশ ভোট নিয়ে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে করা লেভানডফস্কির গোল হয়েছে দ্বিতীয়। ১৬ শতাংশ ভোট নিয়ে তিন নম্বর জায়গাটাও লেভারই দখলে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img